এক্স ওয়াইফ বলে ‘তির্যক’ মন্তব্য তথাগতর, চাঁচাছোলা ভাষায় কাকে ‘আধপোড়া কৃমি’ বললেন দেবলীনা?

Debleena Dutt-Tathagata Mukherjee: "তুমি তো এখন সিঙ্গল? তুমি কি কোনও বিবৃতি দিতে চাও?" জিজ্ঞেস করা হয়ে পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে। জবাবে তিনি বলেন, "এ ব্যাপারে আমি একটাই বিবৃতি দিতে চাই। কিন্তু যে বিবৃতি আমি দেব, সেই বিবৃতিকে যদি ভাঙা না হয়, তা হলে আমার এক্স ওয়াইফ বলতে পারবে।" তথাগতর মুখে এমন কথা শুনে অনেকে মনে করছেন, তিনি নাকি কটাক্ষ করেছেন তাঁর 'এক্স ওয়াইফ' দেবলীনা দত্তকে। লোকের ভুল ভাঙাতে সাক্ষাৎকার পর্বের নির্দিষ্ট ক্লিপিংস সোশাল মিডিয়ায় (ফেসবুকে) পোস্ট করেন তথাগত। চাঁচাছোলা ভাষায় লেখেন অনেকগুলো কথা। কী লেখেন তথাগত?

এক্স ওয়াইফ বলে 'তির্যক' মন্তব্য তথাগতর, চাঁচাছোলা ভাষায় কাকে 'আধপোড়া কৃমি' বললেন দেবলীনা?
তথাগত-দেবলীনা।
Follow Us:
| Updated on: Jul 22, 2024 | 2:47 PM

অনেকেই জানেন, ‘ভটভটি’ ছবির নির্দেশনা দেওয়ার সময় নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে তাঁর সাড়ে সাত বছরের দাম্পত্যে উঠেছিল ঝড়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। অনেক আগেই তথাগতর সঙ্গে গড়ে তোলা সংসার ছেড়েছেন দেবলীনা। শোনা যাচ্ছে, বিবৃতির সঙ্গেও নাকি সম্পর্ক ছিন্ন হয়েছে অভিনেতা-পরিচালকের।

হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে তথাগত পরিচালিত ‘পারিয়া’। ছবির স্ট্রিমিংকে কেন্দ্র করে একটি সাক্ষাৎকার, থুড়ি ‘রোস্টিং’ পর্বে এসে তথাগতর কিছু কথা নজরে এসেছে অনেকের।

তাঁকে জিজ্ঞেস করা হয়, “তুমি তো এখন সিঙ্গল? তুমি কি কোনও বিবৃতি দিতে চাও?” জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে আমি একটাই বিবৃতি দিতে চাই। কিন্তু যে বিবৃতি আমি দেব, সেই বিবৃতিকে যদি ভাঙা না হয়, তা হলে আমার এক্স ওয়াইফ বলতে পারবে।” তথাগতর জবাবে অনেকের মনে হয়েছে ‘প্রাক্তন’ (এখনও ডিভোর্স হয়নি) স্ত্রী দেবলীনার দিকে নাকি তির্যক মন্তব্য ছুড়ে গিয়েছেন তথাগত। বিষয়টা যে ঠিক সেটা নয়, তা খোলসা করে বলার জন্য কড়া ভাষায় একটি পোস্ট করেছেন তথাগত। তাতে তিনি লিখেছেন,

“কিছু কি পুড়ছে! এই ঝলসানোর (পড়ুন রোস্টিং) ভিডিয়ো দেখে যে সমস্ত হতাশ কৃমির আধপোড়া আত্মাদের মনে হচ্ছে এখানে কোনও মন্তব্য দেবলীনা দত্তর দিকে তির্যকভাবে করা হয়েছে, তাঁদের জন্য ৩০ সেকেন্ডের ঝলসানো তেলেভাজা নীরবতা…।”  টিভি নাইন বাংলা ডিজিটাল যখন দেবলীনা দত্তর সঙ্গে যোগাযোগ করে, তিনি সাফ জানিয়ে দেন, বিষয়টি তাঁর নজরেও এসেছে। রইল সেই কথোপকথনের অংশ:

টিভি নাইন বাংলা ডিজিটাল: তথাগতর পোস্টটা দেখেছেন?

দেবলীনা দত্ত: আমি দেখেছি।

টিভি নাইন বাংলা ডিজিটাল: আপনাদের তো বিয়েটা এখনও ভাঙেনি, তাও কেন আপনাকে ‘এক্স ওয়াইফ’ বললেন তথাগত?

দেবলীনা দত্ত: আমি সত্যিই আইনিভাবে এখনও তথাগতর বউ। এক্স ওয়াইফ নই। কিন্তু আমার মনে হয়, নেটিজ়েনরা যেহেতু ভুল করে আমাকে তথাগতর এক্স ওয়াইফ বলে ফেলে, তাই রোস্টিং শো-এ নেটিজ়েনদের ভুল ধরিয়ে নিজেই ‘এক্স ওয়াইফ’ কথাটা বলেছে তথাগত।

টিভি নাইন বাংলা ডিজিটাল: রোস্টিং ভিডিয়ো দেখে কি সত্যিই আপনার মনে হয়েছে তথাগত আপনাকে তির্যক মন্তব্য করেছেন?

দেবলীনা দত্ত: একেবারেই মনে হয়নি। কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে, লোকজন এটাকে কটাক্ষ ভাবছেন। সবচেয়ে বড় কথা, ও যে আমাকে কটাক্ষ করে কিছু বলতে চায়নি, তা কিন্তু পোস্ট করে ক্লিয়ারও করে দিয়েছে।

টিভি নাইন বাংলা ডিজিটাল: আপনার কি মনে হয়, কাকে ‘আধপোড়া কৃমি’ বলতে চেয়েছেন তথাগত?

দেবলীনা দত্ত: যাঁরা ভাবছেন, তথাগত খুবই বিশ্রীভাবে আমাকে তির্যক মন্তব্য করেছেন, তাঁদের। এই পোস্ট করে তথাগতই যা বলার বলে দিয়েছে। তথাগতর উত্তরটাই এখন আমার উত্তর।

টিভি নাইন বাংলা ডিজিটাল: আপনি তা হলে খুশি হয়েছেন?

দেবলীনা দত্ত: আমি নিশ্চিতভাবেই খুশি হয়েছি। তথাগতর উপর আমার ভীষণই কনফিডেন্স। আমি জানি তথাগত মরে গেলেও আমার দিকে কোনও তির্যক মন্তব্য ছুড়ে দেবে না। অসুস্থ মানুষগুলো তথাগতর কাছেই ক্ল্যারিফিকেশন পেয়ে গিয়েছে। ফলে আমার ভাল লেগেছে। আমার এটা নিয়ে কোনও বক্তব্য দেওয়ার দরকারই নেই। যা বলার, বলে দিয়েছে তথাগতই। ফলে আধপোড়া কৃমিদের মুখ ওই বন্ধ করেছে।

টিভি নাইন বাংলা ডিজিটাল: রোস্টিং ভিডিয়োতে তথাগত বলেছেন তিনি সিঙ্গল। আপনিও তো সিঙ্গল। তা হলে আপনারা মিঙ্গল হচ্ছেন না কেন?

দেবলীনা দত্ত: (হাহা করে হেসে) কারণ আমরা দু’জনেই এখন সিঙ্গল এবং নট রেডি টু মিঙ্গল!

মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
"সাব্বির আলি পেটালে কি বিভেদের রাজনীতি হয়ে যায়?": মদন মিত্র
"যদিও ধর্ষণটা যদি পরস্পরের সম্মতিতে করে তাহলে আইনের বিপক্ষে যায় না"
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গিয়েই দুনীর্তির ফাঁদে! কীভাবে পতন আপের?
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গিয়েই দুনীর্তির ফাঁদে! কীভাবে পতন আপের?
কেজরিওয়ালের ফের ভাগ্য পরীক্ষা, কাঁটার মুকুট নিয়েই কি দিল্লির মসনদে?
কেজরিওয়ালের ফের ভাগ্য পরীক্ষা, কাঁটার মুকুট নিয়েই কি দিল্লির মসনদে?
কেজরির ‘শিসমহল’-এ ৯৬ লক্ষ টাকার পর্দা!
কেজরির ‘শিসমহল’-এ ৯৬ লক্ষ টাকার পর্দা!
কী কী কারণে ডুবতে পারে কেজরিওয়ালের তরী?
কী কী কারণে ডুবতে পারে কেজরিওয়ালের তরী?