‘…আমি খুবই আঘাতপ্রাপ্ত’, রুক্মিণী মুখ খুলতেই পাল্টা হিরণের স্ত্রীরও

Hiran Chatterjee Wife: লোকসভা নির্বাচনে দেবের কাছে হারের পর কথা বন্ধ করেছেন হিরণ। ফোন তুলছেন না তিনি। তবে মুখ খুলেছেন হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। স্বামীর হার মেনে নিতে নারাজ তারকা-পত্নী। TV9 বাংলা ডিজিট্যালের কাছে বলেছেন, ঘাটালে ছাপ্পা ভোট হয়েছে।

'...আমি খুবই আঘাতপ্রাপ্ত', রুক্মিণী মুখ খুলতেই পাল্টা হিরণের স্ত্রীরও
হিরণ এবং তাঁর স্ত্রী অনিন্দিতা।
Follow Us:
| Updated on: Jun 04, 2024 | 8:47 PM

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটালে হাড্ডাহাড্ডি লড়াই হল দেব-হিরণের মধ্যে। দিন শেষে ফলাফল–হিরণকে হারিয়ে বিপুল ভোটে জয়ী দেব। এই নিয়ে লাগাতার তিনবার ঘাটালের সাংসদ হলেন টলিপাড়ার পাগলু। ২০১৪ থেকে ২০২৪–অপ্রতিরোধ্য দেবের এটা জয়ের হ্যাটট্রিক। সবুজ আবির মেখে দেব জানিয়েছেন, তিনি বাক্যহীন হয়ে পড়েছেন। অন্যদিকে কলকেই করতে পারেননি হিরো হিরণ। দেবের কাছে প্রায় ২ লাখ ভোটে হেরেছেন তিনি। ‘হতাশ’ হিরণ ফোন তুলছেন না কারও। কিন্তু তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় কথা বলেছেন TV9 বাংলা ডিজিট্যালের সঙ্গে। চাঁচাছোলা ভাষায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “ছাপ্পা ভোট হয়েছে ঘাটালে…।”

দেবের জয় এবং স্বামী হিরণের হার দেখে ভীষণ ভেঙে পড়েছেন অনিন্দিতা। ফোনের ওপার থেকে স্পষ্ট বললেন, “হার-জিত থাকবেই। কিন্তু হিরণ হেরে যাওয়ায় আমি খুবই আঘাতপ্রাপ্ত। ও তো এখনও খড়্গপুরের বিধায়ক। যা দেখছি, পশ্চিমবঙ্গে বিজেপির গড়ে হার হয়েছে। সেই হিসেবে আমি খুবই দুঃখিত। খুবই খেটেছিলেন আমার স্বামী। ভেবেছিলাম খুব ভাল করবে ও। ছাপ্পা ভোট হয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীরাও হেরে গিয়েছেন। এরকম তো হওয়ার কথাই না। সেই জায়গা থেকে হিরণের স্ত্রী হিসেবে আমি খুবই দুঃখিত।”

হিরণের বৈবাহিক জীবন সম্পর্কে বহুজনের ধারণা, তিনি এবং অনিন্দিতা এখন আর একসঙ্গে সংসার করেন না। সেই বিষয়েও শঙ্কা মেটালেন অনিন্দিতা। বললেন, “একদমই না। আমাদের সংসার ভাঙেনি। আমরা একসঙ্গেই আছি এবং থাকবও।”

একদিকে যেমন স্বামী হিরণের হারে মন ভেঙেছে অনিন্দিতার। অন্যদিকে প্রেমিক দেব জিতেছেন বলে ইঙ্গিতবাহী পোস্ট করেছেন তাঁর প্রেমিকা রুক্মিণী মৈত্র। রুক্মিণীর সোশ্যাল মিডিয়া স্টোরিতে দেখা যাচ্ছে একটি বাঘ তাড়া করছে এক হরিণকে, হরিণটি প্রাণ ভয়ে পালাচ্ছে। তা হলে কি তিনি হিরণকে হরিণ এবং দেবকে বাঘের প্রতিক হিসেবে বোঝাতে চেয়েছেন। উত্তর আছে কেবল রুক্মিণীর কাছেই।