AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তাই? ও আবার বিয়ে করেছে?’, কাঞ্চনের তৃতীয় বিবাহ নিয়ে চাঁচাছোলা অনিন্দিতা

EXCLUSIVE Anindita Das on Kanchan Mallick: পরপর দু'টো বিয়ে ভেঙেছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের। এবং দ্বিতীয় বিয়ে ভাঙার পরই চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে বিয়ে করেছেন কাঞ্চন। আগামী ৬ মার্চ সামাজিক বিয়ের আগে রবিবার, ১৮ ফেব্রুয়ারি আইনি বিবাহ সেরে ফেললেন কাঞ্চন-শ্রীময়ী। প্রাক্তন স্বামীর পরপর দু'টো বিয়ে ভাঙল। এমন পরিস্থিতিতে কী বললেন কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস?

'তাই? ও আবার বিয়ে করেছে?', কাঞ্চনের তৃতীয় বিবাহ নিয়ে চাঁচাছোলা অনিন্দিতা
শ্রীময়ী-কাঞ্চনের বিয়ে নিয়ে কী বলেছেন কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস?
| Updated on: Feb 20, 2024 | 11:06 AM
Share

স্নেহা সেনগুপ্ত

নাকতলার বাড়িতে শাশুড়ি-শ্বশুরকে নিয়ে সংসার করতে শুরু করেছিলেন অল্প বয়সি মেয়েটি। বাবা-মাকে বলেছিলেন, ‘বিয়ে করলে কাঞ্চন মল্লিককেই করব।’ নিমরাজি পরিবার আদুরে মেয়ের আবদারের কাছে হার মেনেছিল। ঘটা করে বিয়ে হয় কাঞ্চন-অনিন্দিতা দাসের। স্বামী নামকরা অভিনেতা। কাঞ্চনের সঞ্চালনায় ‘জনতা এক্সপ্রেস’ (একদা ইটিভিতে সম্প্রচারিত হতএই রিয়্যালিটি শো) দেখেই তাঁর অন্ধভক্ত হয়েছিলেন অনিন্দিতা। পরবর্তীকালে নিজেও টুকটাক অভিনয় করছিলেন। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’তে নন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন মঞ্চে। নজরে আসেন নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্য়ায়ের। তাঁর পরিচালনায় তৈরি ‘হারবার্ট’ ছবিতে তরুণ হারবার্টের (অভিনয় করেছিলেন জয়রাজ ভট্টাচার্য) প্রেমিকা বুকির চরিত্রে অভিনয় করে নজরে এসেছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস। সেই সময় থেকেই কাঞ্চনময় ছিল তাঁর জীবন। স্বামীকে নিয়ে খুব গর্ব করতেন অনিন্দিতা। কিন্তু সেই সম্পর্কটা আর টেকেনি।

২০০৮ সালের শেষের দিক থেকে সম্পর্কে ছেদ পড়তে শুরু করে। ২০১০শে আসার আগেই বিয়েটা ভেঙে যায় কাঞ্চন-অনিন্দিতার। সেই কাঞ্চন পরবর্তীতে বিয়ে করেন সাবিত্রী চট্টোপাধ্য়ায়ের নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের সুখী সংসার বড় হয়। জন্ম হয় পুত্র ওশের। এই পিঙ্কিও এখন কাঞ্চনের জীবনের অতীত। পিঙ্কির বয়ান অনুযায়ী, তাঁর এবং কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয় হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৪-এর ১০ জানুয়ারি। পরপর দু’টো বিয়ে ভেঙেছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের। এবং দ্বিতীয় বিয়ে ভাঙার পরই চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে বিয়ে করেছেন কাঞ্চন। আগামী ৬ মার্চ সামাজিক বিয়ের আগে রবিবার, ১৪ ফেব্রুয়ারি আইনি বিবাহ সেরে ফেললেন কাঞ্চন-শ্রীময়ী। প্রাক্তন স্বামীর পরপর দু’টো বিয়ে ভাঙল। এমন পরিস্থিতিতে কী বললেন কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস?

TV9 বাংলা: কাঞ্চনের তিন নম্বর বিয়ে নিয়ে কী বলবেন?

অনিন্দিতা দাস: হা, হা, হা, হা। তাই? ও আবার বিয়ে করেছে। আচ্ছা, আমি জানতামই না।

TV9 বাংলা: আপনি তো বিয়ে করেননি?

অনিন্দিতা দাস: না, আমি বিয়ে করিনি। বাবা-মা এবং পোষ্য় বিড়ালের সঙ্গে আমার সংসার। অভিনয় এবং কাজেই মন বসিয়েছি পুরোপুরি।

TV9 বাংলা: কাঞ্চনের দু’বার বিয়ে ভাঙল। বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি?

অনিন্দিতা দাস: আমি এ ব্যাপারে খুবই নির্মোহ। কোনও উপলম্বিই নেই আমার। যে দিন আমার আর কাঞ্চনের ডিভোর্স হয়, আমি সেই জায়গাটা থেকে সরে এসেছি। সিম্পল… তাই আমার মনের মধ্যে কিচ্ছু নেই।

TV9 বাংলা: কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে তারপরও?

অনিন্দিতা দাস: না, হয়নি। কোনও একটা মানুষের সঙ্গে আমার একটা সময় বিয়ে হয় এবং তা ভেঙে যায় মানে এটা নয় যে, আমি বর্তমানে তাঁর জীবন নিয়ে আগ্রহী হব। কিংবা আমি কোনও বক্তব্য রাখব। এটা খুবই রুড (rude) এবং ভালগার (vulgar)। আমি কথাই বলব না। আমি সেই ধরনের মানুষই নই। তা ছাড়া, আজকের তারিখে দাঁড়িয়ে আমি কাঞ্চনকে ব্যক্তিগতভাবে চিনিই না। তাই আমি কোনও বক্তব্যই রাখব না।

TV9 বাংলা: কাঞ্চনকে কি আপনি ঘৃণা করেন?

অনিন্দিতা দাস: একদমই না। আমার কোনও অনুভূতিই নেই তাঁর প্রতি। মানুষটাই তো নেই আমার জীবনে। পাশের বাড়ির পচাদা-র প্রতি কি আমার অনুভূতি থাকবে… আমি প্রেজ়েন্টে থাকি। বর্তমানে। আমি এখন কাজ করছি। বাবা-মায়ের সঙ্গে থাকি। আমার পোষ্য বিড়াল ছানাটাই আমার কন্যা। ভীষণভাবে কাজে মন দিয়েছি। ‘চুনিপান্না’তে হিরোর মা ছিলাম। ‘তুমি আশেপাশে থাকলে’ বাংলা ধারাবাহিকে হিরোইনের মায়ের চরিত্রে অভিনয় করছি। এই মুহূর্তে জাতীয় স্তরে কাজের চেষ্টা করছি। সেটা আমি জানাব TV9 বাংলাকে।

TV9 বাংলা: কাঞ্চনের সঙ্গে কাজের পর কি ইন্ডাস্ট্রিতে কাজ পেতে অসুবিধা হয়েছিল?

অনিন্দিতা দাস: আমি তো নেপোকিড নই (nepokid), ইন্ডাস্ট্রিতে দূর-দূর আমার কোনও আত্মীয়ও বসে নেই কাজ দেওয়ার জন্য। ফলে প্রতিদিন বিভিন্ন স্ট্রাগলের সম্মুখীন হই। এটা তো নর্মাল। কাঞ্চনের জন্য কিছু হলেও আমি বলতে চাই না কিছু।