AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বয়সে অনেকটাই বড় বিদীপ্তা বাচ্চা ছেলে বলে গাল টিপতেন স্বামীর, পরে তাঁর সঙ্গেই হারালেন পৌষ মেলায়

Bidipta Chakraborty Secrets: বিদীপ্তার চেয়ে বয়সে অনেকটাই ছোট বিরসা। প্রথম বিয়েটা টেকেনি অভিনেত্রীর। কন্যা তখন ছোট। বিরসার সঙ্গে হঠাৎ প্রেম এবং তারপর বিয়ে। পুরোটা সিনেমার মতো। গল্পটা শুনবেন নাকি?

বয়সে অনেকটাই বড় বিদীপ্তা বাচ্চা ছেলে বলে গাল টিপতেন স্বামীর, পরে তাঁর সঙ্গেই হারালেন পৌষ মেলায়
বিদীপ্তা-বিরসা।
| Updated on: Apr 13, 2024 | 9:00 AM
Share

অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। নাটক, ওয়েব সিরিজ়, সিনেমা, সিরিয়াল– তাঁর অভিনয়ের ঝলক সর্বত্র। এই বিদীপ্তা আবার পরিচালক বিরসা দাশগুপ্তর স্ত্রীও। বিদীপ্তার চেয়ে বয়সে অনেকটাই ছোট বিরসা। প্রথম বিয়েটা টেকেনি অভিনেত্রীর। কন্যা তখন ছোট। বিরসার সঙ্গে হঠাৎ প্রেম এবং তারপর বিয়ে। পুরোটা সিনেমার মতো। গল্পটা শুনবেন নাকি?

পৌষ মেলায় বেড়াতে গিয়েছিলেন বিদীপ্তা। সেই সময় তাঁর প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। একই বাড়িতে ছিলেন, কিন্তু সেই আগের সম্পর্কটা আর ছিল না। ফলে কন্যাকে নিয়ে পৌষ মেলায় ভাল কিছু সময় কাটাতে ছুটে এসেছিলেন। বিরসার পরিবারের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল বিদীপ্তার। তাঁর শাশুড়ি, অর্থাৎ দূরদর্শনের কিংবদন্তি সংবাদ সঞ্চালিকা চৈতালী দাশগুপ্তর সঙ্গে বিদীপ্তা বেশ বন্ধুই ছিলেন। চৈতালীকে পিসি বলে ডাকতেন বিদীপ্তা। ফলে বিরসাকেও আগে থেকেই চানতেন। বয়সে প্রায় সাড়ে ৬ বছরের ছোট বিরসার অনেকবার গাল টিপেছিলেন বিদীপ্তা। সেই বিরসার সঙ্গে কনকনে ঠান্ডা বোলপুরের পৌষ মেলায় হঠাৎ দেখা বিদীপ্তার।

সেই সময় বিরসারও প্রেম ভেঙেছে। দিল্লি থেকে এসেছেন বাবা-মাকে সারপ্রাইজ় দিতে। বিদীপ্তার সঙ্গে দেখা হতেই পৌষ মেলার মাঠে গল্প করেন দুটি ভগ্ন-হৃদয় মানুষ। দুটি ভাঙা মনের মিল হওয়ারই ছিল হয়তো। তাই-ই হয়তো সেই হঠাৎ দেখা। সুখ-দুঃখের গল্প করতে-করতে কখন যে একে-অপরের দোসর হয়ে গেলেন বিদীপ্তা-বিরসা, বুঝতেই পারলেন না। পৌষ মেলায় হারিয়ে গেলেন হাত ধরে। এক সাক্ষাৎকারে বিদীপ্তা বলেছিলেন, “ওই পৌষ মেলায় সেই যে আমার হাতটা বিরসা ধরেছিল, সেটা আজও ছাড়েনি…। এখনও ধরেই রেখেছে।”