AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিয়ার ভাতের থালা টান মেরে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন স্বয়ং মা, কোন লড়াইয়ে ‘গীতা এলএলবি’?

Hiya Mukherjee: মাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। কিন্তু সেই মাকে তিনি একটি বিষয়ে নাকানিচোবান খাওয়ান। সেই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রীর মায়ের কণ্ঠে ধরা পড়ল তীব্র ক্ষোভ। তিনি নাজেহাল...

হিয়ার ভাতের থালা টান মেরে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন স্বয়ং মা, কোন লড়াইয়ে 'গীতা এলএলবি'?
'গীতা এলএলবি'।
Follow Us:
| Updated on: May 14, 2024 | 10:06 AM

‘গীতা এলএল’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করেন হিয়া মুখোপাধ্যায়। পর্দায় তাঁর বলা জনপ্রিয় সংলাপ, ‘কোর্টের ভিতর মুখ চলে, কোর্টের বাইরে হাত’। সেই গীতা, থুড়ি হিয়ার রহস্য ফাঁস করলেন তাঁরই আপন মা। যে মাকে হিয়া প্রাণের চেয়েও বেশি ভালবাসেন। কী ঘটেছে জানেন…?

ছোট থেকেই খাওয়াদাওয়া নিয়ে ভয়ানক সমস্যা করেন হিয়া। দাঁতে কিছুই কাটতে চান না তিনি। বিয়েবাড়িতে গেলেও কেবল ফিশফ্রাই খেয়েই বাড়ি চলে আসেন। পাত পেড়ে খাওয়া তাঁর কাছে দুঃস্বপ্নের মতো। শুটিংয়ে টিফিন প্যাক করে দিলে সেই খাবারও ঠিক মতো খান না হিয়া। এই নিয়ে তাঁর মায়ের অনেক নালিশ। সম্প্রতি তিনি মেয়ের খাওয়াদাওয়া নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে।

বলেছেন যে, তাঁর মেয়ে হিয়া সকালে শুটিংয়ে যাওয়ার সময় কিছুই খেতে চায় না। খালি পেটেই নাকি বাড়ি থেকে বের হন তিনি। টিফিন প্যাক করে দিলেও খেতে চান না ভাল মতো। আর রাতে হিয়ার একমাত্র খাবার দুধ-কলা-রুটি। এ ছাড়া অন্য কিছুই খেতে চান না অভিনেত্রী।

হিয়া বলেছেন, “ছোট থেকেই আমি খাওয়াদাওয়া নিয়ে মাত্রাতিরিক্ত ঝামেলাবাজ। রাতে দুধ-রুটিটাই আমি খাই। তাও আবার সেটাকে মা পেস্ট করে না দিলে তবেই খাই। আমার দাঁতে চিবিয়ে কোনও খাবারই খেতে ভাল লাগে না।”

এই সব কথা যখন হচ্ছে, হিয়ার মা বলেই বসলেন, “থালায় করে ভাত, ডাল, সবজি, মাছ সাজিয়ে বসে থাকতাম। মেয়ে কিছু খেত না। একদিন রাগের মাথায় জানলা দিয়ে গোটা থালাটাই আমি বাড়ি বাইরে ফেলে দিয়েছিলাম টান মেরে।”