AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মমতা শঙ্করের কপালে ওটা কী? পিণ্ডটি টিউমার? TV9 বাংলা ডিজিটালকে সত্যিটা বললেন অভিনেত্রী-নৃত্যশিল্পী

Mamata Shankar: মমতা শংকরের কপালে ওটা কি? উঁচু মতো গোল। অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, কপালের ওই উঁচু গোল জিনিসটি টিউমার কি না। ভয়ের কিছু আছে কি না। অভিনেত্রীর এ বিষয়ে কী বক্তব্য, তাই খোঁজ করল TV9 বাংলা ডিজিটাল। অভিনেত্রী-নৃত্যশিল্পী মন খুলে জানালেন সবটা...

মমতা শঙ্করের কপালে ওটা কী? পিণ্ডটি টিউমার? TV9 বাংলা ডিজিটালকে সত্যিটা বললেন অভিনেত্রী-নৃত্যশিল্পী
মমতা শঙ্কর।
| Updated on: Jun 27, 2024 | 3:08 PM
Share

বহুদিন থেকেই কপালের ডানদিকে ফুসকুড়ির মতো ছোট্ট উঁচু পিণ্ড ছিল নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা শঙ্করের। মেকআপ দিয়ে ঢেকে রাখা যেত অনায়াসেই। ক্রমে সেটি বড় হয়েছে। এবং পিণ্ডের উপস্থিতি সকলের নজর কেড়েছে। মমতার কপালে অমন ফোলা বস্তু দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তা কি টিউমার? ভয়ের কোনও কারণ আছে কি না। এর জন্য কি কোনও চিকিৎসা ব্যবস্থার পথ অবলম্বন করেছেন মমতা? বিষয়টি নিয়ে টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে খোলামেলা কথা বলেছেন মমতা শঙ্কর।

মমতা প্রথমেই বলেছেন, “ভয়ের কিছু নেই। অনেকগুলো বছর ধরে আমার কপালে ফুসকুড়ির মতো কী যে একটা ছিল। পিণ্ড মতো। আস্তে আস্তে সেটা বড় হয়েছে। এটা কিন্তু টিউমার একেবারেই নয়। না হলে ভয় পাওয়ার বিষয় হত। কিন্তু ভয়ের কিছু হয়নি আমার। কেউ দুশ্চিন্তা করবেন না।”

তা হলে মমতার কপালে উঁচু মতো ওটা আসলে কী? মৃণাল সেনের ‘মৃগয়া’র নায়িকা বলেছেন, “ওটা গজিয়ে ওঠা বাড়তি হাড়। মাংস পিণ্ডও নয়। বিজ্ঞানের ভাষায় এর নাম ‘অস্ট্রিওমা’। মেকআপ দিয়েও এটাকে ঢেকে রাখা যায়। অনেকদিন থেকেই রয়েছে। ছোট্ট ছিল আগে। এখন অনেক বড় হয়েছে। আবারও বলছি ভয়ের কিছু নেই। আমার টিউমার হয়নি।”

অস্টিওমা (Osteoma) প্রতীকী ছবি (Image Source: Radiopaedia.org)

এর চিকিৎসা কী? মমতা বলেছেন, “কসমেটিক সার্জারি করে এই গজিয়া ওঠা বাড়তি হাড়কে নির্মূল করা যায়। আমাকে ডাক্তার সেটাই বলেছেন। আমি সময় পাচ্ছি না কসমেটিক সার্জারিটা করানোর। সময় পেলে নিশ্চয়ই করাব।”