‘দ্বৈপায়নের সঙ্গে আমার সংসার টিকবে না’, বিয়ের আগে কেন শুনতে হয়েছিল পায়েলকে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 05, 2024 | 4:06 PM

Payel-Dwaipayan: পায়েল একজন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী। 'একদিন প্রতিদিন', 'দুর্গা', 'বেহুলা'র মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। 'মুখোশ'-এর মতো সিনেমার পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন ওয়েব সিরিজ়েও। পায়েলের অভিনয় সকলেই পছন্দ করেন। সহশিল্পীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন পায়েল। এবং সেই সিদ্ধান্ত যে তিনি সঠিক নিয়েছিলেন, তা প্রমাণ করে যাচ্ছেন ১১ বছর ধরে।

দ্বৈপায়নের সঙ্গে আমার সংসার টিকবে না, বিয়ের আগে কেন শুনতে হয়েছিল পায়েলকে?
পায়েল এবং দ্বৈপায়ন।

Follow Us

অনেকগুলো বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন পায়েল দে এবং তাঁর স্বামী দ্বৈপায়ন দাস। টলিউড ফিল্ম ইন্টাস্ট্রিতে অভিনয় করতে এসেই একে-অপরের কাছাকাছি এসেছিলেন এই দুই তারকা। কিছুদিন মেলামেশার পর তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন। গত ৩ ফেব্রুয়ারি ছিল দ্বৈপায়ন-পায়েলের ১১তম বিবাহবার্ষিকী। স্বামী সম্পর্কে কিছু কথা খোলাখুলি বলেছেন পায়েল।

পায়েল একজন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী। ‘একদিন প্রতিদিন’, ‘দুর্গা’, ‘বেহুলা’র মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ‘মুখোশ’-এর মতো সিনেমার পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন ওয়েব সিরিজ়েও। পায়েলের অভিনয় সকলেই পছন্দ করেন। সহশিল্পীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন পায়েল। এবং সেই সিদ্ধান্ত যে তিনি সঠিক নিয়েছিলেন, তা প্রমাণ করে যাচ্ছেন ১১ বছর ধরে। সুখী দাম্পত্যে রয়েছেন পায়েল-দ্বৈপায়ন। তাঁদের রয়েছে পুত্র সন্তানও। সন্তানকে নিয়ে ভালই আছে এই তারকা যুগল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল জানিয়েছেন, বিয়ের আগে নাকি তাঁদের ইন্ডাস্ট্রির এক ব্যক্তি অনেক সাবধান করেছিলেন। বলেছিলেন, একই পেশায় থেকে বিয়ে করা উচিত না। তাঁর বলার বক্তব্য ছিল, এতে রেষারেষি হয়। তবে বিষয়টি যে সঠিক নয়, সে বিষয়ে খোলসা করে দিয়েছেন পায়েল। বলেছেন, “একই পেশায় থাকা অভিশাপ নয়। বরং আশীর্বাদ। আমি এবং দ্বৈপায়ন যেহেতু দু’জনেই অভিনেতা, শুটিংয়ের সমস্যাগুলো আমরা জানি। দেরি করে বাড়ি ফেরা কিংবা দেরি করে কোথাও পৌঁছানর পিছনে যে কোনও সমস্যা থাকতে পারে, সেটা আমরা দু’জনেই বুঝতে পারি। এ ছাড়া দ্বৈপায়ন স্বামী হওয়ার পাশাপাশি আমার খুব ভাল বন্ধু। আমার সোলমেট। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ।”

Next Article