AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিঙ্কির আঁচল ধরে টান কাঞ্চনের, দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রাক্তন স্ত্রী পিঙ্কি বলেন, ‘রোম্যান্স, ইমোশন, সব…’

Pinky Banerjee-Kanchan Mullick: পিঙ্কির কাছে কাঞ্চনের সঙ্গে তাঁর দাম্পত্যের অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন রচনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিঙ্কি বলেছিলেন, "এই দাম্পত্যের প্রত্যেক পাতায় রোমহর্ষ। গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা। তাতে রোম্যান্স আছে। অ্যাডভেঞ্চার আছে। ইমোশন আছে। সাইলেন্স আছে। সব রকম আছে...। পরিপূর্ণ প্ল্যাটার..."

পিঙ্কির আঁচল ধরে টান কাঞ্চনের, দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রাক্তন স্ত্রী পিঙ্কি বলেন, 'রোম্যান্স, ইমোশন, সব...'
পিঙ্কি-কাঞ্চন।
| Updated on: Aug 05, 2024 | 1:22 PM
Share

একটা সময় সুখে সংসার করতেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তাঁদের ডিভোর্স হয়েছে আট মাস আগে। একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতে দেখা যাচ্ছে ছবির প্রচারে ‘দিদি নম্বর ওয়ান’ গেম শোতে গিয়েছিলেন পিঙ্কি। সেখানে তাঁকে একা আসতে দেখে শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (অভিনেত্রী ও সাংসদ) জিজ্ঞেস করেন, “ছবিতে তো কাঞ্চনও আছে, ও আসেনি কেন?”

জবাবে বিস্ফোরক কিছু কথা বলেছিলেন পিঙ্কি। তিনি বলেছিলেন, “আমি যেখানে যাই, সেখানে ভয়ে আসে না কাঞ্চন।” রচনা বলেন, “পর্দা ফাঁস হয়ে যাবে বলে, সব সত্যি বেরিয়ে আসবে বলে?” চোখ নাচিয়ে পিঙ্কি বলেন, “দুটো মানুষ একই ছাদের নীচে থাকে, একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্যি কথা বলে। অন্যজন জীবনে অপ্রিয় সত্যি কথা বলে না।” রচনা জানতে চান, “কোনটা কে?” পিঙ্কির উত্তর, “আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্যি বলি। আর কাঞ্চন জীবনেও অপ্রিয় সত্যি বলে না। ফলে আমি সত্যি বলতে গেলেই আঁচলে টান দেয় ও। আমি বলে দিই, এবার যদি টানো, আমি ক্যামেরার সামনেই সত্যিটা বলে দেব যে তুমি আমার আঁচল টানছ।”

বিয়ের ছ’বছরের মাথায় ‘দিদি নম্বর ওয়ান’-এ গিয়েছিলেন পিঙ্কি। কাঞ্চনের সঙ্গে দাম্পত্যের অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন রচনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিঙ্কি বলেছিলেন, “এই দাম্পত্যের প্রত্যেক পাতায় রোমহর্ষ। গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা। তাতে রোম্যান্স আছে। অ্যাডভেঞ্চার আছে। ইমোশন আছে। সাইলেন্স আছে। সব রকম আছে…। পরিপূর্ণ প্ল্যাটার…”

দীর্ঘ ১০-১১ বছর সংসার করার পর, ২০২০ সাল থেকে আলাদা থাকা শুরু করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের ১০ জানুয়ারি বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁদের। একমাত্র পুত্র ওশের কাস্টডি পেয়েছেন পিঙ্কি। ডিভোর্সের পরের মাসেই ১৪ ফেব্রুয়ারি প্রেমিকা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেন কাঞ্চন।