‘…আমাদের নাম কেবলই শরীর’, চরম সত্যির মুখে দাঁড়িয়ে সুদীপার স্বামী অগ্নিদেব

Sudipa Chatterjee: কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। তিনি একজন নামকরা সিনেমা নির্মাতা। বহু সিনেমা পরিচালনা করেছেন। এক ফেসবুক পোস্টে জীবন সম্পর্ক চরম 'সত্যি' কথা লিখেছেন অগ্নিদেব, হঠাৎ কী হয়েছে তাঁর?

...আমাদের নাম কেবলই শরীর, চরম সত্যির মুখে দাঁড়িয়ে সুদীপার স্বামী অগ্নিদেব
অগ্নিদেব-সুদীপা।

| Edited By: Sneha Sengupta

Mar 19, 2024 | 1:41 PM

অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী তিনি। সুদীপাকে সক্কলে চেনেন ‘রান্নাঘর’-এর দৌলতে। এক জনপ্রিয় চ্য়ানেলে রান্নাবান্নার এই শো টেলিকাস্ট হত একটা সময়। সেই শো শেষ হয়েছে। এখন নিজস্ব ব্যবসা, নতুন ইউটিউব চ্যানেল নিয়ে তুমুল ব্যস্ত আছেন সুদীপা। তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় সমান জনপ্রিয়। ‘তিন কন্যা’, ‘গহীন হৃদয়’, ‘চারুলতা ২০১১’, ‘মিসেস সেন’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। সিরিয়ালেরও নির্দেশনা দিয়েছেন একটা সময়। সম্প্রতি অগ্নিদেব লিখেছেন, ‘…আমাদের নাম কেবল শরীর’।

ফেসবুকে নানা কথা লিখে পোস্ট করছেন অগ্নিদেব। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্ত্রী সুদীপার সেবায় ফের সুস্থ হয়ে ফিরেছেন বহাল তবিয়তে। সম্প্রতি নানা পোস্টে নিজের জীবন দর্শনকে তুলে ধরছেন অগ্নিদেব। তেমনই একটি পোস্টে লেখা, “Whole life we crave to make a name for ourselves only to end up being called a BODY”। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “সারাটা জীবন আমরা নিজের নাম তৈরি করতে ব্যয় করি, কিন্তু শেষে আমাদের নাম হয় কেবল শরীর।” নির্মম কিন্তু সত্যি। তিনি আসলে বলতে চেয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের প্রতিপত্তি, খ্যাতি এবং সুনাম তৈরি করতেই আমরা কাটিয়ে দিই। কিন্তু মৃত্যুর পর আমাদের পার্থিব শরীরটাকে ‘বডি’ বলেই সম্বোধন করা হয়।

অগ্নিদেবকে বিয়ে করে গোটা জীবনটাই পাল্টে গিয়েছে সুদীপার। উত্তর কলকাতার মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের মেয়ে তিনি। অগ্নিদেবের পরিবার ইউরোপীয় কায়দা মেনে চলে। সেসবের সঙ্গে মানিয়ে নিয়েছেন সুদীপা। জমিয়ে সংসার করছেন তিনি।