AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৪ ঘণ্টা শুটিং করে মাধ্যমিক দেন ‘রামপ্রসাদ’-এর স্ত্রী ‘সর্বাণী’, রেজ়াল্ট বেরতেই মুখ ভার…

Sushmili Acharya: ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন সিরিয়াল অভিনেত্রী সুস্মিলি আচার্য। 'রামপ্রসাদ' সিরিয়ালে রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিলি। দিনে ১৪ ঘণ্টা পড়ার পরিবর্তে শুটিং, মাধ্যমিকে কত নম্বর পেলেন অভিনেত্রী? তিনি কি খুশি হয়েছেন?

১৪ ঘণ্টা শুটিং করে মাধ্যমিক দেন 'রামপ্রসাদ'-এর স্ত্রী 'সর্বাণী', রেজ়াল্ট বেরতেই মুখ ভার...
সুস্মিলি আচার্য।
| Updated on: May 03, 2024 | 1:58 PM
Share

1060224কিছুদিন আগে শেষ হয়েছে ‘রামপ্রসাদ’ ধারাবাহিকটি। সেখানে ‘রামপ্রসাদ’-এর স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিলি আচার্য। রামপ্রসাদের চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী চৌধুরী। জানেন কি, পর্দার সর্বাণী আসলে বাস্তবজীবনে ক্লাস টেনের ছাত্রী। ২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ২ মে, অর্থাৎ গত বুধবার। কেমন রেজাল্ট করেছেন সুস্মিলি আচার্য? কত নম্বর পেয়েছেন রামপ্রসাদের ঘরণী?

দিনে ১৪ ঘণ্টা শুটিং করতে হয়েছিল সুস্মিলিকে। শুটিংয়ের ফাঁকে-ফাঁকে বই খুলে পড়াশোনা করেছিলেন অভিনেত্রী। বিষয়টা একেবারেই সহজ ছিল না তাঁর কাছে।। সুস্মিলির মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রচণ্ড কঠিন পরিস্থিতির মধ্যে আমার মেয়েকে লেখাপড়া করতে হয়েছে। সুস্মিলি জানিয়েছেন, তিনি মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেয়েছেন। এই ৬০ শতাংশ নম্বর পেয়েও খুশি নন সুস্মিলি। ব্যক্ত করেছেন সেই কথাও। আর একটু বেশি নম্বর আসা করেছিলেন তিনি। কিন্তু পাননি বলে মন খারাপ অভিনেত্রীর। তবে সুস্মিলির মা এবং বাড়ির অন্যান্য লোকজন তাঁর রেজাল্টে অত্যন্ত খুশি। বলেছেন, “১৪ ঘণ্টা শুটিং করেও যে মেয়ের ৬০ শতাংশ পেয়েছে, তাতেই আমরা খুব খুশি হয়েছি।”

সুস্মিলির বয়স এখন ১৬। দশ বছর বয়স থেকে তিনি অভিনয় করছেন। ‘প্রথম প্রতিশ্রুতি’,‘সৌদামিনীর সংসার’-এর মতো বিভিন্ন ধারাবাহিকে তাঁকে কাস্ট করা হয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে। শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। কিন্তু একদিনের জন্যেও পড়াশোনা বন্ধ রাখেননি। গরফার আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী সুস্মিলি। তাঁর রেজ়াল্টে খুশি শিক্ষিকারা। সুস্মিলি জানিয়েছেন, অভিনয় করতে-করতে লেখাপড়া শেষ করতে চান তিনি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চান। ভবিষ্যতে ইচ্ছা আছে ইংরেজিতে স্নাতক হওয়ার।