AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যত খুশি ডেট করো, কিন্তু…’, ছেলে আরিয়ানের উপর কীসের শর্ত চাপালেন গৌরী?

Gauri Khan: দুই ছেলেমেয়ে অনেক বড় হয়ে গিয়েছে শাহরুখ-গৌরীর। ছেলে আরিয়ানের ২৬ বছর বয়স। মেয়ে সুহানার ২৩। ছোট ছেলে আব্রাম অনেকটাই ছোট যদিও। ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুহানা-আরিয়ান। প্রেম নিয়ে ছেলেমেয়েকে কী পরামর্শ দিয়েছেন শাহরুখ-জায়া গৌরী?

'যত খুশি ডেট করো, কিন্তু...', ছেলে আরিয়ানের উপর কীসের শর্ত চাপালেন গৌরী?
সুহানা-আরিয়ানের সঙ্গে গৌরী।
| Updated on: Aug 01, 2024 | 11:47 AM
Share

সন্তানদের ঘিরেই জীবন গৌরী খানের। মেয়ে সুহানা ও ছেলে আরিয়ান প্রাপ্তবয়স্ক। কনিষ্ঠ আব্রাম এখনও বয়ঃসন্ধিতেই পৌঁছায়নি। তিনসন্তানের প্রতিপালনে সারাদিন কেটে যায় গৌরীর। ইতিমধ্যেই সুহানার সঙ্গে প্রেমের গুঞ্জন রটেছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। ওদিকে আরিয়ানের সঙ্গে নাম জড়িয়েছে কখনও নোরা ফতেহির, কখনও বিদেশি মডেল লরিসা বনেসির।

View this post on Instagram

A post shared by Gauri Khan (@gaurikhan)

ছেলেমেয়েকে প্রেম নিয়ে কিছু টিপস দিয়েছিলেন গৌরী। তিনি কন্যা সুহানাকে বলেছিলেন, “কখনও একসঙ্গে দু’জন ছেলেকে ডেট করবে না”। আর ছেলে আরিয়ানকে বলেছিলেন, “যত খুশি মেয়েদের ডেট করো। কিন্তু বিয়ে করার পর সবকিছুতে ফুলস্টপ বসিয়ে দেবে।”

View this post on Instagram

A post shared by Suhana Khan (@suhanakhan2)

ছোটবেলা থেকে গৌরীকে চিনতেন শাহরুখ। তখন থেকেই তাঁকে ভালবাসতেন শাহরুখ। পরবর্তীকালে তাঁরা বিয়ে করেন। হাজার ঝড়ঝাপটার পরেও একসঙ্গে আছেন তাঁরা। স্ত্রীকে চোখে হারান শাহরুখ।

View this post on Instagram

A post shared by Aryan Khan (@___aryan___)