Raha Kapoor Turns 1: এক বছর বয়স রাহার; মানতেই চাইছেন না ঠাকুমা-দিদিমা নিতু এবং সোনি
Neetu Kapoor-Soni Razdan: আলিয়া জানিয়েছিলেন, কন্যা প্রতিপালনের জন্য নিতু এবং তাঁর মা সোনি রাজ়দানকে ভীষণ ভরসা করেন তিনি। নাতনির সঙ্গে নাকি দারুণ বন্ডিং নিতু-সোনির। নাতির জন্মদিনে দারুণ কিছু কথা লিখেছেন রাহার ঠাকুমা-দিদিমা। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন দু'জনে।
রাহা কাপুরের জন্মদিনে খুশির হাওয়া কাপুর এবং আলিয়ার পরিবারে। গত বছর ৬ নভেম্বর মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে বেলা ১২টা নাগাদ একমাত্র সন্তান রাহা কাপুরকে জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। কন্যার নাম রাখা হয়েছিল রাহা। বাংলায় যার অর্থ ‘বিশ্রাম, আরাম এবং স্বস্তি’।। নামটি রেখেছিলেন রণবীরের মা নিতু কাপুর।
আলিয়া জানিয়েছিলেন, কন্যা প্রতিপালনের জন্য নিতু এবং তাঁর মা সোনি রাজ়দানকে ভীষণ ভরসা করেন তিনি। নাতনির সঙ্গে নাকি দারুণ বন্ডিং নিতু-সোনির। নাতনির জন্মদিনে দারুণ কিছু কথা লিখেছেন রাহার ঠাকুমা-দিদিমা। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন দু’জনে। নিতু লিখেছেন, “হঠাৎই এক বছর হয়ে গেল তোমার। আমার মূল্যবান পুতুল রাহা তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। তোমাকে অনেক ভালবাসি আমরা।” সোনি লিখেছেন, “কিছুদিন আগেই তো তুমি এলে আমাদের জীবনে। ভাবতেই পারছি না এক বছর হয়ে গেল। তোমাকে জন্মদিনের অনেক আদর এবং ভালবাসা।”
অন্যদিকে রাহা আসার পর সম্পূর্ণ রুটিন পাল্টে গিয়েছে রণবীর এবং আলিয়ার। বাড়ি ফিরে তাঁরা কেবলই রাহাকে সময় দিচ্ছেন। রাতে শুতে যাওয়ার আগে রাহাকে বারবারই আদর করেন রণবীর। কন্যাকে চোখে হারান তিনি। প্রথমবার তাঁকে কোলে নিয়ে ভীষণ কেঁদেছিলেন রণবীর। তার ব্যাপারে ভীষণই যত্নশীল তিনি। কন্যার মুখ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখাননি রণবীর কিংবা প্রকাশ্যে আনেননি অন্যভাবেও। তাঁর এবং আলিয়ার বক্তব্য, মাত্র এক বছর বয়স রাহার। এখনই লাইমলাইটে এনে রাহাকে বিভ্রান্তিতে রাখতে চান না দুই তারকা।