কৌশিকের পোস্ট ঘিরে বানান-বিতর্ক, গর্জে উঠলেন গানের নির্মাতা

Kaushik Ganguly Spelling Debate: পোস্ট করেছিলেন নিজের নতুন ছবি 'অযোগ্য'র একটি গানের প্রচার করবেন বলে। গানের টাইটেলে কেন বানান পাল্টানো হয়েছে, সেই সাফাইও দিয়েছেন তিনি। তা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। এরই মধ্যে TV9 বাংলা কথা বলে নিল গানের নির্মাতা রণজয় ভট্টাচার্যর সঙ্গে। তিনি কিন্তু বেশ গর্জে উঠেছেন।

কৌশিকের পোস্ট ঘিরে বানান-বিতর্ক, গর্জে উঠলেন গানের নির্মাতা
কৌশিক গঙ্গোপাধ্যায় এবং তাঁর পোস্ট।
Follow Us:
| Updated on: May 14, 2024 | 11:56 AM

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর নতুন ছবিতে কাজ করেছেন ‘প্রেমে পড়া বারণ’ গানের কম্পোজ়ার রণজয় ভট্টাচার্য। ছবির নাম ‘অযোগ্য’। ছবিতে যোগ্যতার সঙ্গে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রণজয়। এবং প্রকাশ্যে এসেছে প্রথম গান–‘তুই আমার হোবি না’। গানটির টাইটেল তৈরি করার সময় মত-অমতের খেলা চলতে থাকে কৌশিক এবং রণজয়ের মধ্যে। মতের অমিল রয়েছেন ভীষণ রকম। সে কথা ফেসবুক পোস্ট করে জানিয়েছেন কৌশিক নিজেই। নেপথ্যের কাহিনি বলেছেন রণজয়।

তার আগে জেনে নিন, কৌশিক তাঁর ফেসবুক পোস্টে কী লিখেছিলেন? গানের ভিডিয়ো লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছিলেন, “রণজয় চেয়েছিল গানের নামটা ‘পর্ণমোচী দিন’ হোক। আমি জেদ ধরে নাম রাখলাম ‘তুই আমার হোবি না’। রণজয় সহমত না হয়েও মেনে নিয়েছিল আমার ভরসায়। ‘হবি না’-র বানান করা হোলো উচ্চরণ অনুযায়ী, আর hobby-র বাংলা বানান ‘হবি’ থেকে আলাদা করার জন্য। যেমন ভালবাসা বানান ভালোবাসাও হয়, তেমনই। না-পাওয়া ভালবাসার এই গানের সহজ নাম তাই হোলো, ‘তুই আমার হোবি না’! শুনুন ও শোনান।”

রণজয় বলেছেন, “আমার গানের নামছিল পর্ণমচী দিন। সেটা অনেকটা কঠিন একটা নাম। কৌশিকদা বললেন, অনেক বেশি শ্রোতার কাছে পৌঁছতে একটা সহজ নাম দিতে হবে। তাই নাম হল ‘তুই আমার হোবি না’। আমি হলে পর্ণমচী দিনই নাম রাখতাম। কিন্তু কৌশিকদার কথাটার সঙ্গেও সহমত হলাম। তিনি ঠিকই বলেছেন।”

কৌশিকের পোস্টে কিছু বানানকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। বিষয়টির নিন্দা করে রণজয় বলেছেন, “লোকের কাজ গানটা শোনা, সেখানে বানান নিয়ে পড়লেন সকলে।”