‘ঠাকুমা’ হলেন নায়িকা শ্রাবন্তী! নাতনি কে জানেন? তাক লেগে যাওয়ার জোগাড়
এ তো সাংঘাতিক চ্যালেঞ্জ! তিনি ছবিতে মা হয়েছেন। বাস্তবেও মা। তা বলে ঠাকুমা? 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজে কিন্তু একেবারে বৃদ্ধার লুকে দেখা যাবে শ্রাবন্তীকে। জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে শুটিং। প্ল্যাটফর্মের তরফে শ্রাবন্তী যে ঠাকুমা হচ্ছেন, সেটুকুই ঘোষণা করা হয়েছে। পরিচালনার দায়িত্বে থাকছেন অয়ন চক্রবর্তী। অয়ন পরিচালিত 'কালরাত্রি টু' দেখে ইতিমধ্যেই দর্শকদের একাংশ খুশি।

এ তো সাংঘাতিক চ্যালেঞ্জ! তিনি ছবিতে মা হয়েছেন। বাস্তবেও মা। তা বলে ঠাকুমা? ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজে কিন্তু একেবারে বৃদ্ধার লুকে দেখা যাবে শ্রাবন্তীকে। জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে শুটিং। প্ল্যাটফর্মের তরফে শ্রাবন্তী যে ঠাকুমা হচ্ছেন, সেটুকুই ঘোষণা করা হয়েছে। পরিচালনার দায়িত্বে থাকছেন অয়ন চক্রবর্তী। অয়ন পরিচালিত ‘কালরাত্রি টু’ দেখে ইতিমধ্যেই দর্শকদের একাংশ খুশি।
বাকিটা জানতে একটু গোয়েন্দাগিরি করতে হলো। বাংলার এক জেলার বনেদি পরিবারের গল্প। এক বিয়ে ঘিরে সেখানে রহস্য ঘনীভূত হয়। রহস্য সমাধানে লেগে পড়বেন ঠাকুমা। ঘোষণা পর্বে আভাস দেওয়া হয়েছে, ঠাকুমার সঙ্গে নাতনির নাকি দুরন্ত জুটি। কে নাতনি হচ্ছে জানেন? প্রযোজনা সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা গেল, দিব্যাণী মণ্ডল নাকি থাকবেন নাতনির চরিত্রে।
দিব্যাণী ছোটপর্দার ভীষণই জনপ্রিয় মুখ। ‘ফুলকি’ ধারাবাহিক শেষ করার পর তিনি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে ডেবিউ করলেন। সেই ছবির শুটিং শেষ। এবার ওয়েব সিরিজে দেখা যাবে দিব্যাণীকে। শ্রাবন্তী আর দিব্যাণীর মুখের মিল রয়েছে, সেটাও কিন্তু আলোচনা হয় টলিপাড়ায়। শ্রাবন্তী কী বলছেন ওয়েব সিরিজ নিয়ে? নায়িকার বক্তব্য, ”নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।”
নতুন বছরের শুরুতেই শ্রাবন্তী ওয়েব সিরিজে কাজ করছেন। তাঁকে বাংলা ছবিতে দেখার অপেক্ষাও থাকবে। বিধানসভা নির্বাচনে তাঁকে লড়তে দেখা যাবে কিনা, সেটাও জানার অপেক্ষায় রয়েছে টলিপাড়া। বিধানসভা নির্বাচনের জন্য কিছু তারকা ব্যস্ত হয়ে পড়বেন। তাঁদের অনেকেই শুটিং সেরে নিচ্ছেন জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে, তেমন চর্চা রয়েছে টলিপাড়ায়।
