
সেলিব্রিটির বিয়ে মানেই বিগ ফ্যাট ওয়েডিং। সেখানে কোটি-কোটি টাকা খরচের হিসেব মাঝে মধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নেয়। সেখানে দাঁড়িয়ে মাত্র ৭৫০ টাকায় বিয়ে? নায়ক-নায়িকারা কেবলমাত্র অভিনয়কে কেন্দ্র খবরের শিরোনামে থাকেন এমনটা নয়। তাঁদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করেও একাধিকবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নেন। তাই বলে মাত্র ৭৫০ টাকায় বলিউড অভিনেতার বিয়ে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
অভিনেতা নানা পাটেকর। ১৯৭৮ সালে নীলাকান্তি পাটেকরকে বিয়ে করেন তিনি। অভিনেতার বস তখন মাত্র ২৭ বছর। সেই সময় ২০০ টাকায় একটা পরিবারের মাস চলে যেত। সেই সময় তিনি ৭৫০ টাকা খরচ করেছিলেন বিয়ের জন্যে। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই সেই কথা জানিয়েছিলেন। তাঁর কথায় প্রাথমিকভাবে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তারপর থিয়েটর করতে গিয়ে তাঁর আলাপ হয় নীলার সঙ্গে। তারপরই তাঁরা বিয়ে করেন। এখানেই শেষ নয়, অভিনেতা আরও জানান, কিছু নির্দিষ্ট বন্ধুদের নিয়ে পার্টিও দিয়েছিলেন তিনি। তাও মাত্র ২৪ টাকায়।
যদিও তিনি স্পষ্ট তাঁর সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন যে তিনি বড় করে বিয়ে করেননি। ঘরোয়া অনুষ্ঠানই হয়েছিল। তখন দুজনেই অভিনয় করছেন। কাজ নিয়ে ব্যস্ত। ফলে খরচও খুব বেশি হয়নি। যদিও নানা পাটেকর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে ওই টাকাটা নেহাতই কম নয়।