সুন্দরী মেয়েরাই ওজন কমানোর অনুপ্রেরণা, কোন রূপসীকে দেখে এমন কথা সৌরভের?
Sourav-Kiran: যে সুন্দরীকে নিয়ে এমন কথা বলেছেন সৌরভ, তিনি সাধারণ নন। তিনি সাধারণের মধ্যে থেকেও অসাধারণ এক রমণী। তাঁর ১১০ কিলো ওজন ছিল একটা সময়। ৫৬ কিলো ওজন তিনি ঝরিয়েছেন নিজ প্রচেষ্টায়। তিনি একজন সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার। দারুণ ভাল অভিনয় করেন। এই মুহূর্তে একটি গয়না প্রস্তুতকারক সংস্থার মুখ। তাঁর হোর্ডিং ছেয়ে আছে শহর জুড়ে।

১১০ কিলো ওজন ছিল মেয়েটার। গোলগাল চেহারা। ফোলা-ফোলা গাল। এবং অসম্ভব মিষ্টি দেখতে। সেই কিরণ নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অনেকগুলো বছর আগে। ১১০ কিলো থেকে ৫৪ কিলোতে নেমে এসেছেন তিনি। কমিয়েছেন ৫৬ কিলো ওজন। এই গল্পই তিনি করেছেন ‘দাদাগিরি’র মঞ্চে। যা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়।
‘দাদাগিরি’র মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজের সম্পর্কে নানা প্রতিযোগী নানা কথা বলেন। সেরকমই এক সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারকে আমন্ত্রণ জানানো হয়েছিল ‘দাদাগিরি’র মঞ্চে। সেখানে এসে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন তাঁর ওজন কমানোর গল্প। তা শুনে মোহিত হয়ে গিয়েছিলেন সৌরভ। দাদা খুশি তো কিরণও খুশি। নিজের মুখে বলেই ফেললেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কমপ্লিমেন্ট দিচ্ছেন আমার আর কী দরকার।”
সেই এপিসোডেই কিরণের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন অন্য এক প্রতিযোগী। তাঁকে ওজন কমানোর টিপস দিচ্ছিলেন সৌরভ। কিরণের গল্প শুনতে-শুনতে তাঁর দিকে বারবার তাকাচ্ছিলেন দাদা। বলেই ফেললেন, “দেখলেন তো কীভাবে ওজন কমাতে হয়। ওজন কমানোর আসল ইনস্পিরেশন হল সুন্দরী মহিলা।”
