বড়মা’র আশীর্বাদ, মন্দিরে তিন নায়িকা পেলেন বেনারসি

এদিন মন্দিরে যখন পৌঁছেছিলেন তিন নায়িকা, চোখে ফেরানো যাচ্ছিল না তাঁদের দিক থেকে। শাড়িতে এতটাই সুন্দর করে সেজেছিলেন তাঁরা। তাই এরপর যখন মায়ের আশীর্বাদ দেওয়া বেনারসিতে দেখা যাবে তাঁদের, তখন যে অনুরাগীরা আপ্লুত হবেন, তা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুজোতে বড়পর্দায় আসছে ‘দেবী চৌধুরাণী’। আর তিন মাসও বাকি নেই। বড়পর্দায় তিন নায়িকাকে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

বড়মা’র আশীর্বাদ, মন্দিরে তিন নায়িকা পেলেন বেনারসি

| Edited By: Bhaswati Ghosh

Jun 27, 2025 | 11:24 AM

২৬জুন নৈহাটিতে বড়মা’র মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিতে পৌঁছেছিল টিম ‘দেবী চৌধুরাণী’। শুভ্রজিৎ মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে সেখান ছিলেন ছবির দেবী চৌধুরাণী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়, দর্শনা বণিক আর বিবৃতি চট্টোপাধ‍্যায়। এই মন্দিরে বিশেষ ভালোবাসা পেলেন তাঁরা। মন্দিরের কমিটির তরফে তিন নায়িকাকে শাড়ি উপহার দেওয়া হলো। যেমন তেমন শাড়ি নয়। মায়ের আশীর্বাদ দেওয়া বেনারসি, তেমনই মনে করেন কিছুজন। এই মন্দিরে ভক্তরা মাকে বেনারসি উপহার দিয়ে থাকেন প্রতিনিয়ত। মায়ের আশীর্বাদ পাওয়া সেই বেনারসি বিশেষ অতিথিদের আবার উপহার দেওয়া হয়। এমন শাড়ি অঙ্গে তোলা যেন মায়ের আশীর্বাদ মাথা পেতে নেওয়ার মতো, তেমন ধারণা রয়েছে অনেকের। বলা হয়, কোনও শুভ দিনে এমন শাড়ি পরা যায়। এই শাড়ি অঙ্গে তুললেও যত্নে রাখতে হয়। অল্প সময়ের জন‍্যই পরা হয় যাতে শাড়ি ভালো থাকে। কোনও বিশেষ পুজোতেও পরা হয়। এমন শাড়ি পেয়ে শ্রাবন্তী, দর্শনা আর বিবৃতি তিনজনেই আপ্লুত।
কোন রঙের বেনারসি পেলেন নায়িকারা জানেন? বিবৃতি জানালেন, তিনি পেয়েছেন পার্পল বেনারসি। দর্শনাও ভীষণ খুশি। তিনি পেয়েছেন লাল বেনারসি। আর দেবী চৌধুরাণী কী রঙের বেনারসি পেলেন? মায়ের ইচ্ছায় তিনি পেয়েছেন গোলাপি রঙের বেনারসি।
এদিন মন্দিরে যখন পৌঁছেছিলেন তিন নায়িকা, চোখে ফেরানো যাচ্ছিল না তাঁদের দিক থেকে। শাড়িতে এতটাই সুন্দর করে সেজেছিলেন তাঁরা। তাই এরপর যখন মায়ের আশীর্বাদ দেওয়া বেনারসিতে দেখা যাবে তাঁদের, তখন যে অনুরাগীরা আপ্লুত হবেন, তা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুজোতে বড়পর্দায় আসছে ‘দেবী চৌধুরাণী’। আর তিন মাসও বাকি নেই। বড়পর্দায় তিন নায়িকাকে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।