পার্টিতে মারাত্মক অঘটন, ভাই কোমায়! বোনও আচমকা প্রয়াত, তছনছ হয় জুহির জীবন

বলিউডের ডিম্পল গার্ল জুহি চাওলা। তাঁর মুখে সব সময় লেগে আছে হাসি। তবে জানেন কি, এই জুহিকেও এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল যা অবর্ণনীয়।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 14, 2024 | 9:24 PM

1 / 8
 বলিউডের ডিম্পল গার্ল জুহি চাওলা। তাঁর মুখে সব সময় লেগে আছে হাসি। তবে জানেন কি, এই জুহিকেও এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল যা অবর্ণনীয়।

বলিউডের ডিম্পল গার্ল জুহি চাওলা। তাঁর মুখে সব সময় লেগে আছে হাসি। তবে জানেন কি, এই জুহিকেও এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল যা অবর্ণনীয়।

2 / 8
জুহির আদরের ভাই ছিলেন ববি চাওলা। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা সিইও ছিলেন ববি।

জুহির আদরের ভাই ছিলেন ববি চাওলা। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা সিইও ছিলেন ববি।

3 / 8
কিন্তু ২০১০ সালে ঘটে যায় এক মারাত্মক ঘটনা। এক পার্টিতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ববি।

কিন্তু ২০১০ সালে ঘটে যায় এক মারাত্মক ঘটনা। এক পার্টিতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ববি।

4 / 8
না, তাঁর মৃত্যু হয় না। তবে তিনি চলে যান কোমায়। ভেঙে পড়েন জুহি।

না, তাঁর মৃত্যু হয় না। তবে তিনি চলে যান কোমায়। ভেঙে পড়েন জুহি।

5 / 8
এর ঠিক পরেই তাঁর বোন সোনিয়ার ধরা পড়ে ক্যানসার। ২০১২ সালে ৩০ অক্টোবর মারা যান তিনি।

এর ঠিক পরেই তাঁর বোন সোনিয়ার ধরা পড়ে ক্যানসার। ২০১২ সালে ৩০ অক্টোবর মারা যান তিনি।

6 / 8
চার বছর কোমায় থাকার পর ২০১৪ সালে মারা যান জুহির ভাই ববিও। পরপর এত মৃত্যুতে ভেঙে পড়েন জুহি।

চার বছর কোমায় থাকার পর ২০১৪ সালে মারা যান জুহির ভাই ববিও। পরপর এত মৃত্যুতে ভেঙে পড়েন জুহি।

7 / 8
পাশে ছিলেন স্বামী। কিন্তু এই শোক কি ভোলা যায়? পরবর্তীকালে জুহি এক সাক্ষাৎকারে জুহি জানান, এমনই এক সময় ধর্মের প্রতি অনুরাগ বাড়ে তাঁর।

পাশে ছিলেন স্বামী। কিন্তু এই শোক কি ভোলা যায়? পরবর্তীকালে জুহি এক সাক্ষাৎকারে জুহি জানান, এমনই এক সময় ধর্মের প্রতি অনুরাগ বাড়ে তাঁর।

8 / 8
পাশে ছিলেন স্বামী। কিন্তু এই শোক কি ভোলা যায়? পরবর্তীকালে জুহি এক সাক্ষাৎকারে জুহি জানান, এমনই এক সময় ধর্মের প্রতি অনুরাগ বাড়ে তাঁর।

পাশে ছিলেন স্বামী। কিন্তু এই শোক কি ভোলা যায়? পরবর্তীকালে জুহি এক সাক্ষাৎকারে জুহি জানান, এমনই এক সময় ধর্মের প্রতি অনুরাগ বাড়ে তাঁর।