
দীর্ঘদিন ধরে ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র দর্শকদের কাছে ‘দয়া বেন’ মানেই শান্ত স্বভাব, গারবা নাচ আর কথায় গুজরাতি টোন। সেই চেনা রূপকে যেন একেবারে উল্টে দিলেন অভিনেত্রী দিশা ভাকানি। সম্প্রতি এক পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল। যেখানে তাঁকে দেখা যায় একেবারে ভিন্ন অবতারে।
ভিডিয়োতে দিশা পরেছেন ঝকঝকে রূপালি বিকিনি টপ ও ছোট স্কার্ট। সঙ্গে রূপালি আই মেকআপ আর খোলা চুলে একদম গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন তিনি। সূত্রের খবর, এটি তাঁর কেরিয়ারের শুরুর দিকের কোনও প্রজেক্টের দৃশ্য। যখন তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত।
এই ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে নেটপাড়ায়। কেউ মজা করে লিখেছেন, “এইজন্যই দয়া বারবার আহমেদাবাদ যেতে চাইত!” আবার কেউ বলছেন, “বাবুজি এটা দেখে নিশ্চয়ই বলবেন, ‘এ সব কী হচ্ছে জেঠিয়া!’” অন্যদিকে, অনেকেই দিশার পাশে দাঁড়িয়ে বলেছেন, “কেরিয়ারের শুরুতে কাজ পেলে তা করতে হয়, তাতে অশ্রদ্ধার কিছু নেই।”
প্রসঙ্গত, ২০১৮ সালে মাতৃত্বকালীন ছুটিতে গিয়েই শো থেকে বিদায় নেন দিশা ভাকানি। তারপর থেকে আর ধারাবাহিকে ফেরেননি তিনি। ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ নির্মাতা অসিত মোদিও জানিয়েছিলেন, নতুন দয়া বেন খোঁজার কাজ চলছে, তবে এখনও কেউ তাঁর জায়গা নিতে পারেননি।