Dev: বিদেশ থেকে ফিরেই বড় বিপদে দেব! কলকাতায় এসেই তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 22, 2024 | 9:02 AM

বিদেশ থেকে ফেরার পরেই বিপদ। কলকাতায় ফিরতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হল অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে। কী হয়েছে? আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতার বাবা গুরুপদ অধিকারী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, নায়কের বাবার হার্টের সমস্যা। তবে খুব একটা চিন্তার কিছু নেই বলেই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার যতক্ষণ না […]

Dev: বিদেশ থেকে ফিরেই বড় বিপদে দেব! কলকাতায় এসেই তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে
হাসপাতালে ছুটলেন দেব

Follow Us

বিদেশ থেকে ফেরার পরেই বিপদ। কলকাতায় ফিরতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হল অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে। কী হয়েছে? আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতার বাবা গুরুপদ অধিকারী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, নায়কের বাবার হার্টের সমস্যা। তবে খুব একটা চিন্তার কিছু নেই বলেই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার যতক্ষণ না চিকিত্‍সকের সঙ্গে কথা বলা হচ্ছে তত ক্ষণ কিছু জানা যাচ্ছে না। তবে নায়ক এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি। রাতে হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল অভিনেতাকে। তার পর থেকেই শুরু হয় আলোচনা। সূত্র বলছে, একটাই নিশ্চিন্ততা যা ঘটেছে সবটাই অভিনেতার শহরে ফেরার পর। গত ১০ দিন দেশের বাইরে ছিলেন দেব। সে সময়েও তাঁকে কেন্দ্র করে হয়েছিল বিপুল আলোচনা। আরজি কর কাণ্ডের মাঝে তাঁর সমাজমাধ্যমের পোস্ট নিয়ে হয়েছিল চলেছিল নিন্দা ঝড়।

 

সমাজমাধ্যমের পাতা ভরে গিয়েছিল নেতিবাচক মন্তব্যে। বিদেশে থেকেই তিনি তাঁর ‘খাদান’ ছবির টিজার মুক্তির সিদ্ধান্ত বাতিল করেছিলেন। জানিয়েছিলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আনন্দ অনুষ্ঠান সাজে না। আর ঠিক সেই কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। কিন্তু সেখানেই শেষ। তারপর থেকে ঘটে গিয়েছে অনেক কিছু। কিন্তু দেবের পক্ষ থেকে আর কোনও বার্তা পাননি কেউ। কিন্তু কেন? এবার প্রিয় অভিনেতাকে প্রশ্ন করতে পিছপা হলেন না তাঁর ভক্তরাও।

সোশ্যাল মিডিয়ায় তিনি সৌদি আরব থেকে জিম করার একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই কমেন্ট বক্সে কেউ লিখলেন- ‘আর কোনও দিনও বলবেন না বাংলা সিনেমার পাশে দাঁড়াতে,’ কেউ আবার লিখলেন, ‘কী করে সিনেমায় সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন? লজ্জা করে না?’ কেউ আবার লিখলেন, ‘খুব অচেনা লাগছে তোমায়। এতটা রাজনীতি কবে শিখে গেলে? বড্ড বদলে গেছ!’ কারও দাবি, ‘তোমাৱ প্রতিক্রিয়া কোথায় আজ হিৱো? কেন কিছু বলছ না?’

Next Article