AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোররাতে প্রেমিকের সঙ্গে পালালেন প্রাক্তন স্ত্রী নবমিতা! ভাস্বর বললেন…

Bhaswar-Nabamita: ২০১৪ সালে ধুমধাম করে উত্তমকুমারের বড় নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁদের দাম্পত্য যে খুব একটা ঠিক যাচ্ছিল না সেই আভাস পেয়েছিলেন অনেকেই। কিন্তু তখন সে ভাবে খোলসা করেননি কেউই। ২০১৯ সালে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কেন সংসার ভেঙেছিল ভাস্বর এবং নবমিতার?

ভোররাতে প্রেমিকের সঙ্গে পালালেন প্রাক্তন স্ত্রী নবমিতা! ভাস্বর বললেন...
| Edited By: | Updated on: Dec 09, 2024 | 7:17 PM
Share

২০১৪ সালে ধুমধাম করে উত্তমকুমারের বড় নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁদের দাম্পত্য যে খুব একটা ঠিক যাচ্ছিল না সেই আভাস পেয়েছিলেন অনেকেই। কিন্তু তখন সে ভাবে খোলসা করেননি কেউই। ২০১৯ সালে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কেন সংসার ভেঙেছিল ভাস্বর এবং নবমিতার? তা নিয়ে দর্শক মনে প্রশ্ন অনেক দিনের। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা গিয়েছিল ভাস্বরের জন্যই নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন নবমিতা। ডিভোর্সের পাঁচ বছর পরে বোমা ফাটালেন ভাস্বর। সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া একটি সাক্ষাত্‍কারে ডিভোর্সের নেপথ্যের কাহিনি শোনালেন অভিনেতা। ঠিক কী ঘটেছিল? ভাস্বরের দাবি, তাঁর প্রাক্তন স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।

ভাস্বর বলেন, “নবমিতা আমার বহু দিনের বন্ধু। আমরা নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ের কয়েকটা বছর কাটতে না কাটতে এমনটা হবে আশা করিনি। তখন প্রায় আমাদের দেড় বছর সংসার হয়ে গিয়েছে। একটা বিয়েবাড়িতে গিয়ছিলাম। সেখানে নিরামিষ থাকায় আমরা রেস্তরাঁয় খেয়ে বাড়ি ফিরি। আমার এমনিতে পাতলা ঘুম। হঠাত্‍ শুনি বাড়ির দরজায় ধাক্কা। তারপর দেখি নবমিতা উঠছে। বলল আমায় বাথরুম যাচ্ছে। দেখি ঘরের বাথরুমে না গিয়ে বাইরেরটায় যাচ্ছে আমি প্রশ্ন করাতে বলে যে আমার আলোয় অসুবিধা হয় তাই বাইরে যাচ্ছে।” ভাস্বর জানান, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তিনি দেখেন নবমিতা ঘরে আসেনি তখন তিনি উঠে পড়েন। বাথরুমে গিয়ে দেখেছিলেন যে আলো জ্বলছে কিন্তু নবমিতা নেই।

অভিনেতা বলেন,”সারা বাড়ি খোঁজার পরেও নবমিতাকে না পেয়ে আমি ওর বাড়িতে ফোন করি। নবমিতা মা-কাকিমা তো ভয় পেয়ে গিয়েছে। কান্নাকাটি করতে করতে সেই ভোর রাতে আমার বাড়িতে আসেন তাঁরা। সেই রাতে ওর এক বন্ধুকেও আমি খবর দিয়েছিলাম তিনি পুলিশে ছিলেন। কারণ, আমার তো টেনশন হচ্ছে যে আচমকা বউ গায়েব কী হবে? তার পর ভোর রাতে নবনীতা বাড়ি ফেরে ওকে দেখেই মা বললেন তুই রণজিতের সঙ্গে পালিয়ে গিয়েছিলি না? তখন নবমিতা বলে হ্যাঁ। ও বলেছিল এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। ও বিয়েটা করতেই চায়নি। তার পর সেদিন ভোরেই পরিবারের সঙ্গে ও চলে যায়।” তার পরে অবশ্য আবারও সংসার করার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু অভিনেতার মতে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভাল।