প্রাক্তন বরের নামে, সিনেমায় বরের নাম! প্রচার থেকে প্রিমিয়ারে দেখা মিলল না নায়িকার

টেলিভিশনে তরতর করে উন্নতির সময়ে টলিপাড়ার নামী প্রযোজকের নজরে পড়ে গেলেন। সেই প্রযোজনা সংস্থার একের পর এক ছবির মুখ তখন নায়িকা। তারপরে সেই সমীকরণে কী হলো কে জানে, নামী প্রযোজনা সংস্থার দরজা বন্ধ হয়ে গেল।

প্রাক্তন বরের নামে, সিনেমায় বরের নাম! প্রচার থেকে প্রিমিয়ারে দেখা মিলল না নায়িকার

| Edited By: আকাশ মিশ্র

May 02, 2025 | 2:39 PM

টলিপাড়ার এই নায়িকা নতুন করে চর্চার কেন্দ্রে। বাংলা টেলিভিশন আর ছবির দুনিয়ার যখন পা রেখেছিলেন, তখন থেকেই অবশ্য কাজের বাইরে অন্য কারণে বেশি চর্চায় থেকেছেন। একটা ধারাবাহিকের নায়কের সঙ্গে প্রেম করে বিয়ে করে ফেলেছিলেন কম বয়সে। তারপর একটা জনপ্রিয় ধারাবাহিকের শুটিং ফ্লোরে, এক বিবাহিত নায়কের সঙ্গে তাঁর সখ্য নিয়ে নানা চর্চা ছিল টলিপাড়ায়। এর সত্যতা কতখানি, তা নিয়ে প্রশ্ন আছে। টেলিভিশনে তরতর করে উন্নতির সময়ে টলিপাড়ার নামী প্রযোজকের নজরে পড়ে গেলেন। সেই প্রযোজনা সংস্থার একের পর এক ছবির মুখ তখন নায়িকা। তারপরে সেই সমীকরণে কী হলো কে জানে, নামী প্রযোজনা সংস্থার দরজা বন্ধ হয়ে গেল। অবশ্য যে ক’টা ছবিতে নায়িকা সুযোগ পেয়েছিলেন, একটা ছাড়া বাকিগুলো ফ্লপ হয়েছিল। তাই বক্স অফিসকে প্রিয় পাত্রীর চেয়ে এগিয়ে রেখেছে প্রযোজনা সংস্থা, এমনটা ধরে নেওয়া যায়।

নামী প্রযোজনা সংস্থার থেকে দূরে যাওয়ার পর নায়িকা নতুন প্রেমের ঘোষণা করে দিলেন। এর মধ্যে বরের সঙ্গে ডিভোর্স পর্ব ঘিরেও যথেষ্ট জটিলতা ছিল। শেষ অবধি অবশ্য ঝামেলা মিটেছে। নায়িকা অভিনীত নতুন ছবিতে আবার প্রাক্তন বরের নামেই নাম নায়িকার বরের চরিত্রটির! তাই শুনে দর্শকরা হেসে ফেললেন সিনেমা হলে। সে যাই হোক, প্রেম-বেড়ানো-দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিয়ে নায়িকা কি এতই ব্যস্ত যে নতুন ছবির প্রচারে তাঁকে কম পাওয়া গেল? প্রিমিয়ারেই বা কেন দেখা মিলল না? ছবির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই বলতে পারলেন না বিষয়টা কী। অবশ্য নায়িকার দৌড় শুধু বাংলা ছবির দুনিয়া অবধি নয়। হিন্দি ছবি, দক্ষিণী ছবির জন্য ব্যস্ততা থাকতেই পারে। ইদানীং সোশ্যাল মিডিয়ায় তুলনায় কম পোস্ট আসছে নায়িকার। যে জায়গাটা টলিপাড়ায় তিনি নিতে পারেন বলে ভাবা হচ্ছিল, সেই জায়গায় অন্য দু’টো নাম চলে এসেছে গত বছরের শেষ ভাগ থেকে। তাই এবার কী-কী পদক্ষেপ করবেন নায়িকা, তার দিকে টলিপাড়ার নজর আছে।