‘ছিঃ কী রুচি!’ মনোকিনিতে দেবচন্দ্রিমা, নায়িকাকে দেখে ধেয়ে এল কটাক্ষ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 27, 2024 | 3:42 PM

Debchandrima Singha Roy: তিনি এখন হিন্দি সিরিয়ালের নায়িকা। টলিউডের গণ্ডি ছেড়ে তিনি এখন পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা। তাঁকে 'সাঁঝের বাতি', 'সাহেবের চিঠি'-সহ একাধিক সিরিয়ালে নায়িকা হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তার পর তাঁকে 'সুহাগন চুড়েল'সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখেছন দর্শক।

ছিঃ কী রুচি! মনোকিনিতে দেবচন্দ্রিমা, নায়িকাকে দেখে ধেয়ে এল কটাক্ষ

Follow Us

তিনি এখন হিন্দি সিরিয়ালের নায়িকা। টলিউডের গণ্ডি ছেড়ে তিনি এখন পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা। তাঁকে ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’-সহ একাধিক সিরিয়ালে নায়িকা হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তার পর তাঁকে ‘সুহাগন চুড়েল’সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখেছন দর্শক। কাজের ফাঁকেই নায়িকা বেরিয়ে পড়েন ঘুরতে।

তিনি যে ঘুরতে ভালবাসেন সে কথা তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলেই দেখা যায়। সম্প্রতি ক্রিসমাসে নায়িকার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। দুবাইয়ে ঘুরতে গিয়েছেন নায়িকা। প্রতিদিন নিত্য নতুন ছবি পোস্ট করছেন সেখান থেকে। সম্প্রতি যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে সামনে বুর্জ খালিফা। আর নায়িকার পরনে সবুজ-সাদা রঙের একটি মনোকিনি। আর স্টাইলের সঙ্গে হেঁটে তিনি সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছেন। যেখানে নায়িকার শরীরে অনেকটা অংশই অনাবৃত। যা দেখে কটাক্ষে ভরে গিয়েছে নায়িকার সমাজমাধ্যমের পাতা।

কেউ লিখেছেন, “লজ্জা করে না এমন পোশাক পরতে!” আবার কেউ লিখেছেন, “ইদানীং সত্যিই আব্রু থাকছে না।” এত নেতিবাচক মন্তব্য দেখে চুপ থাকলেন না নায়িকাও। দেবচন্দ্রিমা বলেন, “আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে।” তিনি জানান, তাঁর কাজ ভাল লাগলে যেমন প্রশংসা করেন সবাই তেমনই কিছু খারাপ লাগলেও তা বলার অধিকার রয়েছে সবার। তবে কোনও কটাক্ষ বা নেতিবাচক গায়ে মাখতে মোটেই রাজি নন তিনি। নিজের কাজেই আপাতত মন দিতে চান।

Next Article
Salman Wedding: ঐশ্বর্য নয়, মায়ের জন্যই আজও অবিবাহিত সলমন, কোন সত্যি ফাঁস?
‘লড়াই না থাকলে ভালবাসা কীসের?’ ঐশ্বর্যকে নিয়ে মুখ খোলেন সলমন