AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপঙ্করের সঙ্গে প্রেম সামনে আসার পর লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি:দোলন

Dolon Roy: উত্তপ্ত শহর। সেই সঙ্গে টলিপাড়ার অন্দরেও ঝড়। ইন্ডাস্ট্রির অন্দরে নারী সুরক্ষা নিয়েও উঠেছে একগুচ্ছ প্রশ্ন। সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী। এই মর্মে থানায় FIR-ও দায়ের করেন ওই অভিনেত্রী। এই বিতর্কিত পরিস্থিতিতে অভিনেত্রীদের সুরক্ষা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন।

দীপঙ্করের সঙ্গে প্রেম সামনে আসার পর  লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি:দোলন
দোলন এবং দীপঙ্কর।
| Edited By: | Updated on: Sep 14, 2024 | 12:34 AM
Share

উত্তপ্ত শহর। সেই সঙ্গে টলিপাড়ার অন্দরেও ঝড়। ইন্ডাস্ট্রির অন্দরে নারী সুরক্ষা নিয়েও উঠেছে একগুচ্ছ প্রশ্ন। সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী। এই মর্মে থানায় FIR-ও দায়ের করেন ওই অভিনেত্রী। এই বিতর্কিত পরিস্থিতিতে অভিনেত্রীদের সুরক্ষা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন। কারও কারও আবার দাবি যে ইন্ডাস্ট্রির অন্দরে যদি আগলে রাখার কেউ থাকে তাহলে এমন পরিস্থিতি অনেক সময়ই এড়িয়ে যাওয়া সম্ভব হয়। এই মর্মেই TV9 বাংলার তরফে প্রশ্ন রাখা হয় অভিনেত্রী দোলন রায়ের কাছে। অভিনেত্রীর সঙ্গে অভিনেতা দীপঙ্কর দে-এর বহু বছরের সম্পর্ক তাঁর। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অভিনেত্রী বললেন দীপঙ্করের আগলে রাখা তাঁর জীবনে ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলেছে?

দোলন বলেন, “দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক ১৯৯৭ সাল থেকে। এই সম্পর্কের খবর বাইরে আসার পর লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। অনেকেই ভেবে নিয়েছেন দীপঙ্করই আমার জীবনকে এবার থেকে নিয়ন্ত্রণ করবে। এই কারণে প্রচুর কাজ হাতছাড়া হয়েছে। আর কুপ্রস্তাব? তা নিজে সামলানোর ক্ষমতা আমার ছিল। তবে এই কুপ্রস্তাব দানকারী মানুষও আমার কাছে পৌঁছায়নি এটা ভেবে যে দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক আছে। পাশাপাশি এটাও ঠিক ইন্ডাস্ট্রির প্রভাবশালী অভিনেতার মতো  ও আমায় কোনও ছবিতে নেওয়ার জন্য কাউকে জোর করবেই না কোনওদিন। এটা ওর স্বভাববিরুদ্ধ। তাই ওর প্রেমিকা হওয়ার সুবাদে আমি অভিনয়ের সুযোগ পেয়েছি এটা ভাবারও কোনও কারণ নেই। দিন বদলেছে সময়ের সঙ্গে একটাই প্রাপ্তি দীপঙ্করের স্ত্রী এই পরিচয় পাওয়ার পরে মানুষের চোখে অনেক বেশি সম্মান দেখতে পাই। এতেই আমি সন্তুষ্ট।”