‘শাঁখ বাজাতে পারেন না নায়িকারা!’ কী কাণ্ড হল?

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Mar 21, 2025 | 7:30 PM

Gossip: টেলিভিশনের নায়িকাদের শাঁখ বাজানোর এমন ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা অবশ্য ট্রোল করা শুরু করেছেন। একজন লিখেছেন, ‘ছোটবেলা থেকে বাড়িতে কেউ শাঁখ বাজানো শেখাননি’ ?

শাঁখ বাজাতে পারেন না নায়িকারা! কী কাণ্ড হল?

Follow Us

সম্প্রতি একটা বিনোদন চ্যানেলের নন-ফিকশন শোয়ে শাঁখ বাজাতে দেওয়া হয়েছিল, সেই চ্যানেলের ধারাবাহিকের নায়িকাদের। জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক শাঁখ বাজানোর চেষ্টা করলেন। তবে বিশেষ আওয়াজ বের হয়নি। তা দেখে ধারাবাহিকের নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায় হেসে খুন! অভিনেত্রী মানালি দে সাত সেকেন্ডের জন্য শাঁখ বাজাতে পারলেন একবার। পরের বার আর শাঁখ দিয়ে আওয়াজ বের হয়নি।

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পর্ণা পল্লবী শর্মার একই অবস্থা। তিনিও চেষ্টা চালালেন, শাঁখ বাজিয়ে সকলের মন জয় করে নিতে। তবে সফল হলেন না। মঞ্চের দুই সঞ্চালক আবীর চট্টোপাধ্যায় আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় অবশ্য উত্‍সাহ দিচ্ছিলেন নায়িকাদের। ‘মিঠিঝোরা’-র আরাত্রিকা মাইতি অবশ্য তিনবার শাঁখ বাজাতে পারলেন। আসলে পুরো জিনিটাই হচ্ছিল মজার ছলে। দর্শকাসনে বসে ছিলেন সুমন দে, রুবেল দাসের মতো নায়করা। তাঁরাও বিষয়টা উপভোগ করছিলেন।

টেলিভিশনের নায়িকাদের শাঁখ বাজানোর এমন ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা অবশ্য ট্রোল করা শুরু করেছেন। একজন লিখেছেন, ‘ছোটবেলা থেকে বাড়িতে কেউ শাঁখ বাজানো শেখাননি’ ? আর একজন লিখেছেন, ‘ধারাবাহিকে প্লেন চালানো থেকে অ্যাকশন সব কিছুতেই পটু নায়িকারা। তাঁরা যে শাঁখ বাজাতে পারবেন না, কে জানত!’ আবার একজন লিখেছেন, ‘একজন মহিলাকে শাঁখ বাজাতেই হবে এরকম কোনও বিষয় নেই। তাই এটাকে মজার ঘটনা হিসাবে দেখাই ভালো’। মোটের উপর পুরো বিষয়টা উপভোগ করেছেন টলিপাড়ার সকলে। নায়িকারা নিজেরাও মজা পেয়েছেন।