Madhumita Sarcar: ফুরফুরে মেজাজ, কণ্ঠে প্রেমের গান! কার জন্য দেওঘর গেলেন মধুমিতা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 29, 2024 | 4:28 PM

ঝলমলে আকাশ,সুন্দর ফাঁকা রাস্তা। এমন একটা পরিবেশ লং ড্রাইভের জন্য যেন আদর্শ। নিজের যদি একটা গাড়ি থাকে তাহলে তো আর কোনও কথাই নেই। তাই তো সুযোগ পেয়েই লং ড্রাইভে বেড়িয়ে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার। নায়িকা যে গাড়ি চালাতে ভালবাসেন সে কথা এত দিনে সবাই জেনে গিয়েছেন। এ দিন লাল পাড় সাদা শাড়ি পরে, নামমাত্র মেকআপে সেজে লং ড্রাইভে বেড়িয়ে পড়েছিলেন নায়িকা।

Madhumita Sarcar: ফুরফুরে মেজাজ, কণ্ঠে প্রেমের গান! কার জন্য দেওঘর গেলেন মধুমিতা?

Follow Us

ঝলমলে আকাশ,সুন্দর ফাঁকা রাস্তা। এমন একটা পরিবেশ লং ড্রাইভের জন্য যেন আদর্শ। নিজের যদি একটা গাড়ি থাকে তাহলে তো আর কোনও কথাই নেই। তাই তো সুযোগ পেয়েই লং ড্রাইভে বেড়িয়ে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার। নায়িকা যে গাড়ি চালাতে ভালবাসেন সে কথা এত দিনে সবাই জেনে গিয়েছেন। এ দিন লাল পাড় সাদা শাড়ি পরে, নামমাত্র মেকআপে সেজে লং ড্রাইভে বেড়িয়ে পড়েছিলেন নায়িকা। এমনিতে মধুমিতা ‘সোলো ট্রিপ’ পছন্দ করেন। নায়িকা বরাবরই বলে এসেছেন তিনি নিজের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। এ দিন লং ড্রাইভেরও অন্যতম মন্তব্য ছিল এটাই তাঁর। ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে মন খুলে গান ধরেছেন তিনি।

 

যা দেখে অনেকেই বুঝেছেন যে নায়িকা রয়েছেন বেশ ভাল মেজাজে। গাড়ি চালিয়ে সোজা দেওঘর। নিজের প্রিয় জনের কাছে গেলেন অভিনেত্রী। নিজের ভিডিয়োতেও তাই লিখেছেন। নায়িকা লেখেন,”উঠল বাই তো শিবের ঠাঁই। গন্তব্য এবার তাই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ।” নায়িকা যে শিবের ভক্ত সে প্রমাণ আবারও মিলেছে। কারণ, শুটিং করতে তিনি যেখানেই গিয়েছেন,সেখানে কাছে পিঠে শিবের মন্দিরে পুজো দিয়ে এসেছেন। এবারও তাই হাতে সময় পেতেই বেড়িয়ে পড়েছেন শিবের সঙ্গে দেখা করতে।

উল্লেখ্য, কয়েক দিন আগে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কারণ, ১৫ অগস্টের দিন নিজের কতগুলো ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই হয়েছিল গন্ডগোল। দেশের বানানই ভুল লিখেছিলেন। যা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে জনসমক্ষে নিজের ভুলও স্বীকার করে নেন মধুমিতা। সে প্রসঙ্গে নায়িকা TV9বাংলাকে জানিয়েছিলেন, শিল্পী হিসাবে তাঁরও কোথাও দায়িত্ব বর্তায়। তাই নিজের ভুল স্বীকার করতে কোনও সমস্যা নেই নায়িকার। তিনি সকলের সামনে ক্ষমাও চেনে নেন তিনি।

Next Article