
একের পর এক ঘটনা ঘটেই চলেছে শহরে। আরজি কর কাণ্ডের রেশ এখনও যায়নি। তার মধ্যেই আরও এক চাঞ্চল্যকর ঘটনা। এবার হেনস্থার শিকার অভিনেত্রী মিশমি দাস। কয়েক দিন আগে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার রাস্তায় হেনস্থা করার অভিযোগ উঠে এসেছিল। রবিবার রাতে নিজের বাড়ির সামনেই হেনস্থা হতে হল অভিনেত্রীকে। শুধু অভিনেত্রী নন তাঁর মা এবং এক আত্মীয়কেও আক্রমণ করা হয়। রবিবার রাতে মিশমির সঙ্গে ঠিক কী ঘটেছে? ভয়ঙ্কর ঘটনার কথা সমাজমাধ্যমের পাতায় নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে হলুদ টপ পরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন গাড়ির সামনে। সেই ছবিটি শেয়ার করে কী লেখেন মিশমি?
অভিনেত্রী লেখেন,”আমি তখন একটি অনুষ্ঠানে যাব বলে তৈরি হচ্ছিলাম। আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিল। তখন মা দেখেন যে আমাদের বাড়ির ঠিক সামনে একটি গাড়ি রাখা আছে। তখন মা ওনাদের গাড়িটি সরাতে বলেন কারণ,আমার গাড়ি রাখা যাচ্ছিল না আমাদেরই বাড়ির সামনে। তার পরই ওই গাড়িতে থাকা এক মহিলা আমার মা-কে গালিগালাজ ও হুমকি দেওয়া শুরু করে। অনেক ঝামেলার পর ওরা গাড়ি সরিয়ে নিলেও গালাগাল থামায়নি। তাই তখন আমি বাইরে এসে গাড়িটি এবং মহিলাটির ছবি তুলে নিই। “এই ঘটনার পর মিশমি যখন গাড়িতে উঠতে যান তাঁকে বাধা দেন ওই মহিলা এবং বলেন তিনি যে ছবিটি তুলেছেন তা যেন মুছে দেন।
মিশমি লিখেছেন, “আমি ওনার কথা না মানলে আমার উপর জোর খাটানোরও চেষ্টা করেন। আমি যখন গাড়িতে উঠি তখন উনিও একটা ছবি তুলে নেন আমার আর বলেন ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ কী করে করি, দেখুন এবার!” শহরের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন মিশমি। নায়িকা নিজের কাজে চলে যাওয়ার পরেও তাঁর মা-কে অকথ্য ভাষায় কথা শোনানো হয়। অভিনেত্রী চিন্তিত একটা কথা ভেবেই, নিজের বাড়ির নীচেই যদি এই কাণ্ড হয় তাহলে মানুষ কোথায় সুরক্ষিত?