কাউন্টডাউন শুরু! রাত পোহালেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের (Television) জনপ্রিয় অভিনেত্রী (Actress) মিষ্টি সিং (Misti Singh)। ছেলেবেলার প্রেমিক রেমো দাসের গলাতেই মালা দিতে চলেছেন মিষ্টি। গতকাল ১৮ মে বাইপাস লাগোয়া এক পাঁচতারা হোটেলে বসবে তাঁদের বিয়ের আসর। বিয়ের আগে বন্ধুদের দেওয়া আইবুড়ো ভাতের পার্টি (Party) মেতে উঠতে দেখা গেল তাঁকে।
বন্ধুর বিয়ে বলে কথা। তাই তাঁর জন্য় রাজকীয় আইবুড়োভাতের আয়োজন করেছিলেন অভিনেত্রী তৃণা সাহা। এক শানদার হোটেলে বসেছিল এই আইবুড়ো ভাতের আসর। মঙ্গলবার আইবুড়ো ভাত পর্বের ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন মিষ্টি। তাতে দেখা যাচ্ছে মকটেলের গ্লাস নিয়ে কেক কেটে সেলিব্রেশনে মেতেছেন অভিনেত্রী। সেখানে মিষ্টি ও তৃণা ছাড়াও উপস্থিত ছিলেন তাঁদের আরও বন্ধুরাও। ছবি ও ভিডিয়োর ক্যাপশানে মিষ্টি লেখেন, ‘থ্যাঙ্ক ইউ তৃণু। আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম গতকাল। কিন্তু, তুমি আমার মুখে শেষমেষ হাসি ফোটালে।’ শেষে আরও যোগ করেন, ‘আমার তোমার ওই ছোট-ছোট পরামর্শগুলোর ভীষণ প্রয়োজন ছিল। তোমাকে খুব ভালবাসি।’ মিষ্টির পোস্টে তৃণার পাল্টা কমেন্ট, ‘লাভ ইউ বেবি’।
বন্ধুদের থেকে বেশ জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন মিষ্টি। কিছুদিন আগে ‘মা’ ধারাবাহিক খ্যাত তিথি বসুর বাড়িতে আইবুড়োভাতের আসর বসেছিল। এছাড়া অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীর বাড়িতেও জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন আলতা ফড়িং ধারাবাহিক খ্যাত মিষ্টি। রবিবার হলদি ও সংগীতের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। মধুপ্রিয়া চৌধুরী, তিথি বসু, পূজা গঙ্গোপাধ্যায় সহ বহু অভিনেত্রীরা উপস্থিত ছিলেন সেখানে। মিষ্টি এবং তাঁর হবু স্বামী রেমো কিন্ডারগার্টেন থেকে বন্ধু। ছেলেবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছেন দু’জন। বেশ অল্প বয়স থেকেই প্রেম করছেন দু’জনে। অবশেষে পূর্ণতা পেতে চলেছে তাঁদের প্রেম। প্রতিষ্ঠিত হওয়ার পরই বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সেই মতোই নিজেদের এগিয়ে নিয়ে যান। প্রসঙ্গত, রোমোর রিয়েস এস্টেটের ব্যবসা রয়েছে। এছাড়াও রয়েছে একটি প্রযোজনা সংস্থাও।