চোখের তলায় কালি, উসকো খুশকো চুল মেয়ে হওয়ার পর কী হাল হল প্রীতির?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 20, 2024 | 4:36 PM

অগস্ট মাসে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। বাবা হয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। মেয়েকে নিয়ে জীবন অনেকটাই এখন অন্যরকম ছোট পর্দার তারকা দম্পতির । সারা দিন মেয়েকে নিয়েই কেটে যাচ্ছের এই মুহূর্তে কাজে যোগ দিচ্ছেন না নায়িকা। তিনি পুরোপুরি মেয়েকে নিয়েই আপাতত কাটাতে চান।

চোখের তলায় কালি, উসকো খুশকো চুল মেয়ে হওয়ার পর কী হাল হল প্রীতির?

Follow Us

অগস্ট মাসে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। বাবা হয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। মেয়েকে নিয়ে জীবন অনেকটাই এখন অন্যরকম ছোট পর্দার তারকা দম্পতির । সারা দিন মেয়েকে নিয়েই কেটে যাচ্ছের এই মুহূর্তে কাজে যোগ দিচ্ছেন না নায়িকা। তিনি পুরোপুরি মেয়েকে নিয়েই আপাতত কাটাতে চান। এই মাত্র কয়েক দিনের একরত্তিকে সামলাতে ঠিক কী ভাবে সময় কাটছে প্রীতির? নায়িকা একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে বোঝা যাচ্ছে মেয়েকে নিয়ে ঠিক কেমন ভাবে দিন কাটছে অভিনেত্রী। ভিডিয়োটি যদি প্রথমে এক ঝলক দেখেন তাহলে চমকে যাবেন। দেখা যাচ্ছে প্রীতির চোখের তলায় মোটা মোটা কালো কালি। আর গান গাইছেন, “নিন্দ চুরাই মেরি কিসনে ও সনম তুনে…” অর্থাত্‍ যার বাংলা মানে দাঁড়াচ্ছে নায়িকার ঘুম কেই চুরি করে নিয়েছে। এই গানটি গাইতে গাইতে পিছনের দিকে দোলনার দিকে বার বার আঙুল দেখাচ্ছিলেন। অর্থাত্‍ বোঝা যাচ্ছে, মেয়ে হওয়ার পর অভিনেত্রীর জীবনে ঘুম উড়ে গিয়েছে।

তবে এই ভিডিয়ো পুরোটাই প্রীতি তৈরি করেন মজা করে করেন অভিনেত্রী। যা পোস্ট করে অভিনেত্রী লেখেন, “ঠিক আছে আমার ঘুম যত খুশি নষ্ট হোক। তোমার জন্য সব করতে পারি। তুমিই আমার প্রাণ, খুব ভালবাসি তোমায়।” উল্লেখ্য, ঝোড়ো সময়ে মেয়ের জন্ম, কী নাম রাখলেন মেয়ের? রাহুলের কথায়, “এখনও পর্যন্ত ঠিক করিনি ভাল নাম কী হবে। আমি কিটি বলে ডাকছি। আগামী দুই একদিনের মধ্যেই কিছু একটা ভাবব।” অশান্ত সময়ের প্রভাব কি থাকবে নামের মধ্যে? তিনি যোগ করেন, “সেরকম কিছু তো ভাবিনি। তবে হতেও পারে। দেখা যাক।”

 

রাহুল ও প্রীতি দু’জনেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অন্তঃসত্ত্বা হওয়ার পর বেশ কিছু দিন কাজ থেকে দূরে আছেন প্রীতি। ছুটি নিয়েছেন রাহুলও। ইতিমধ্যেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন প্রীতি। আপাতত তার দেখভাল করাই তাঁদের প্রাথমিক দায়িত্ব। অতীতে রটেছিল সম্পর্ক নাকি ভাঙছে প্রীতি ও রাহুলের। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে সন্তান আসার খবর দেন তাঁরা। প্রীতির প্রেগন্যান্সি জার্নির গোটা সময়টা তাঁকে আগলে রেখেছিলেন রাহুল। আপাতত মেয়েকে পেয়ে বেজায় খুশি তিনি। ঝোড়ো সময়ে মেয়ে হয়েছে। একমুহূর্ত তাকে কাছছাড়া করতে নারাজ বাবা-মা।

Next Article