লড়াই চলছে…হাসপাতালে শুয়ে রুক্মিণীর বার্তা, কী হয়েছে অভিনেত্রীর?

TV9 Bangla Digital | Edited By: আকাশ মিশ্র

Feb 09, 2025 | 1:28 PM

দর্শকদের কাছ থেকে বিনোদিনী রুক্মিণী মৈত্র পেয়েছেন লেটার মার্কস। আর তাই তো শহরের নানা সিনেমা হলে পৌঁছে অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভুলছিলেন না রুক্মিণী।

লড়াই চলছে...হাসপাতালে শুয়ে রুক্মিণীর বার্তা, কী হয়েছে অভিনেত্রীর?

Follow Us

দর্শকদের কাছ থেকে বিনোদিনী রুক্মিণী মৈত্র পেয়েছেন লেটার মার্কস। আর তাই তো শহরের নানা সিনেমা হলে পৌঁছে অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভুলছিলেন না তিনি। কিন্তু হঠাৎই শিডিউলে পরিবর্তন। সিনেমা হলে রুক্মিণী ছাড়াই, প্রচার সারছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। রুক্মিণী জানিয়ে ছিলেন, তিনি জ্বরে আক্রান্তষ। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছিলেন। তবে সম্প্রতি খাদান ছবির সাফল্য পার্টিতে রুক্মিণী আসেন দেরিতে। সেই সময়ই তিনি জ্বরে ভুগছিলেন। তবে হঠাৎ করেই ফের রুক্মিণী সোশাল মিডিয়ায় জানালেন, তাঁর শরীরের কথা। হাসপাতালের বিছানায় শুয়েই পোস্ট করলেন ছবি। যেখানে তাঁকে দেখা গেল হাতে স্যালাইনের চ্যানেল হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। রুক্মিণী সেই পোস্টে লিখলেন, হাল ছাড়িনি, লড়াই চলছে…

তা হঠাৎ কী হল রুক্মিণীর? হাসপাতালে ভর্তি কেন?

জানা গিয়েছে, জ্বরের কারণে রুক্মিণী বেশ দুর্বল। আর সেই দুর্বলতার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।

গত দেড় মাস, দু’মাস ধরে চুটিয়ে ছবির প্রচার চালিয়ে গিয়েছেন রুক্মিণী মৈত্র। তিনি অবশ্য এখন সকলের বিনোদিনী। গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি। নায়িকাকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে পর্দায়। ছবি মুক্তির পরেও নিয়মিত নিজের ছবির প্রচার চালিয়ে যাচ্ছিলেন নায়িকা। কিন্তু তার মাঝেই ছন্দপতন।

 

Next Article