RG KAR Case: আরজি কর কাণ্ডে সরব শ্রীলেখা, প্রকাশ্যে সৌরভকে তুলোধনা নায়িকার

Sreelekha: শ্রীলেখা মিত্র। স্পষ্টবক্তা বলেই তাঁকে চেনেন সবাই। যে কোনও সামাজিক বিষয় নিয়েই চাঁচাছোলা বক্তব্য রাখেন তিনি। আরজি কর ঘটনাতেও চুপ থাকেননি অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকেও প্রশ্ন তুলেছেন তিনি। এবার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ছাড়লেন না অভিনেত্রী। প্রকাশ্যেই দাদার প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি। কী ঘটেছে? আরজি কর কাণ্ড নিয়ে যে বক্তব্য রেখেছেন সৌরভ, তার তীব্র বিরোধিতা করেছেন অভিনেত্রী।

RG KAR Case: আরজি কর কাণ্ডে সরব শ্রীলেখা, প্রকাশ্যে সৌরভকে তুলোধনা নায়িকার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 7:39 PM

শ্রীলেখা মিত্র। স্পষ্টবক্তা বলেই তাঁকে চেনেন সবাই। যে কোনও সামাজিক বিষয় নিয়েই চাঁচাছোলা বক্তব্য রাখেন তিনি। আরজি কর ঘটনাতেও চুপ থাকেননি অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকেও প্রশ্ন তুলেছেন তিনি। এবার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ছাড়লেন না অভিনেত্রী। প্রকাশ্যেই দাদার প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি। কী ঘটেছে? শ্রীলেখা বলেন,”সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ। এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় এসে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।” নায়িকার এই বক্তব্যকে আবার সমর্থনও করেছেন অনেকে। সৌরভকে অনেকেই ছিঃ ছিঃ করেছেন। কেউ লিখেছেন,”সৌরভের মতো স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক লোক আর দুটো হয় না।”

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে কী বলেছিলেন সৌরভ? তিনি বলেন, “আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজি করে যেরকম ঘটনা ঘটেছে, তা যে কোনও জায়গায় ঘটতে পারে।” তিনি আরও বলেন , “একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।”

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় লজ্জিত আজ গোটা দেশ। একের পর এক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ডাক্তারী পড়ুয়ারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আজ সেই তালিকায় নাম লেখালো পিজি হাসপাতালের ডাক্তারী পড়ুয়ারাও। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তিলোত্তমার দোষীদের শাস্তি দিতে হবে, তবেই কাজে ফিরবেন তাঁরা। যদিও জরুরী বিভাগে কাজ চলছে, তবে আরজি করের জরুরী বিভাগের কাজ আপাতত বন্ধই রয়েছে।