Sreelekha Mitra: শ্রীলেখাকে নিয়ে নোংরা পোস্ট! ভাইরাল হতেই আইনি পথে অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 21, 2024 | 7:36 PM

Tollywood: দু'বছর আগের কথা। ভাইরাল হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর টাকিলা শট খাওয়ার ভিডিয়ো। সেই ঘটনা নিয়ে জলঘোলাও কম হয়নি। দু বছর পর সেই পুরনো ঘটনা নিয়ে আবারও শুরু বিতর্ক। জন্মদিনের সেই রাতের ছবি এডিট করে লেখা হয়েছে, "আরজি কর আন্দোলন থেকে ফিরে মাকু শ্রীলেখার মদ নিয়ে নাচন কোদন। আমরা বিচার চাই।" এই পোস্ট দেখে তো বেজায় চটেছেন অভিনেত্রী।

Sreelekha Mitra: শ্রীলেখাকে নিয়ে নোংরা পোস্ট! ভাইরাল হতেই আইনি পথে অভিনেত্রী

Follow Us

দু’বছর আগের কথা। ভাইরাল হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর টাকিলা শট খাওয়ার ভিডিয়ো। সেই ঘটনা নিয়ে জলঘোলাও কম হয়নি। দু বছর পর সেই পুরনো ঘটনা নিয়ে আবারও শুরু বিতর্ক। এই মুহূর্তে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত গোটা শহর। সেই প্রতিবাদে শামিল অভিনেত্রী শ্রীলেখাও। প্রশাসনের বিরুদ্ধে কথা বলতেও পিছ পা হচ্ছেন না তিনি। শুধু তাই নয় আরজি কর কাণ্ড নিয়ে সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তাঁর বিরুদ্ধেও সরব হয়েছিলেন অভিনেত্রী। এবার নায়িকার সেই দুবছর আগের ছবি ঘিরেই নতুন বিতর্ক। মদের গ্লাস হাতে শ্রীলেখা। জন্মদিনের সেই রাতের ছবি এডিট করে লেখা হয়েছে, “আরজি কর আন্দোলন থেকে ফিরে মাকু শ্রীলেখার মদ নিয়ে নাচন কোদন। আমরা বিচার চাই।”

এই পোস্ট দেখে তো বেজায় চটেছেন অভিনেত্রী। তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। সেই মিম পোস্ট করে শ্রীলেখা লেখেন,”২ বছর আগের পোস্ট। আমার জন্মদিনের এই ছবি। যা এডিট করে হ্যাপি বার্থডে পোস্টটাই মুছে দিয়েছে। ৩০ অগস্ট আবার আমার জন্মদিন আসছে। তখন না হয় এটা করতে ভাই। আর একটা কথা আমি নিজের পয়সায় দামি ওয়াইন খাই। তোমাদের চুরির টাকায় নয়।” যদিও নায়িকা শুধু সমাজমাধ্যমের পাতায় প্রতিবাদ করে চুপ থাকবেন না অভিনেত্রী। মহুয়া মৈত্র এবং শশী থারুরের সেই ভাইরাল ছবি পোস্ট করে রাগ উগরে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে  TV9 বাংলাকে তিনি বলেন,” হ্যাঁ, আমি আইনজীবীর পরামর্শ নিচ্ছি”।

 

ফেসবুকের পাতাতেও তেমনটাই লিখেছেন অভিনেত্রী। তিনি লেখেন, “বর্তমানে যদি আমার ব্যাপারে কিছু বলার থাকে তাহলে কোনও দ্বিধা না করে পোস্ট করুন। দু’বছরের পুরনো ছবি যে বা যারা পোস্ট করছ কিছু শাসানি না পেয়ে, সবাই মার্ক করে রাখা হচ্ছে ভাই। আইনি পদক্ষেপ করছি।” নায়িকার দাবি, এরাই তো ধর্ষক। এদেরকেই চিনে রাখা উচিত। লড়াই তিনি থামাবেন না। প্রতিবাদ জানানোর জন্য তিনি প্রতিটি মুহূর্তে প্রস্তুত। এই প্রতিবাদ, এই আন্দোলনকে ভয়ে পেয়েই যত মিম বা রিলের ধুম এমনটাই মনে করছেন শ্রীলেখা। উল্লেখ্য,প্রতিদিন রাস্তায় নামছেন সাধারণ মানুষ। তাঁদের একটাই দাবি ন্যায় বিচার চাই। তবে তার মাঝেও সৃষ্টি হয়েছে নায়িকার পুরনো ছবি নিয়ে কটাক্ষ, হাসাহাসি। আর এবার চুপ থাকতে রাজি নন তিনি।

Next Article