মিমি চক্রবর্তী- ছোট থেকেই গান গাইতে ভালবাসেন নায়িকা। নিজের ইউটিউব চ্যানেল খুলে গানের অ্যালবাম তৈরি করেছেন মিমি।
সুদীপ্তা চক্রবর্তী- করোনার সময় থেকেই অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করেন অভিনেত্রী। গত তিন বছরে তাঁর অভিনয় শেখার ক্লাস রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অপরাজিতা আঢ্য- সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে তাঁর সময় বেশ কঠিন ব্যাপার। এর মাঝেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন অপরাজিতা।
লোপামুদ্রা মিত্র-সঙ্গীত জগতের জনপ্রিয় নাম তিনি। কিছু দিন আগে শাড়ির বুটিক খুলেছেন গায়িকা।
রূপাঞ্জনা মিত্র- তিনি সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয়। গত ২৪ বছরের অভিনয়ের কেরিয়ার তাঁর। সিরিয়াল থেকে ওয়েব সিরিজে অভিনেত্রীকে বিভিন্ন চরিত্রে দেখেন দর্শক। এবার নিজের Acting Academy খুললেন তিনি।
রূপসা চক্রবর্তী-প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী তিনি। প্রযোজন সংস্থার কাজ আছে। সেই সঙ্গে অভিনয়ও করেন। আবার কলকাতায় একটি বুটিকও খুলেছেন তিনি।
দীপান্বিতা রক্ষিত-খুকুমণি হোমডেলিভারি সিরিয়াল শেষ হওয়ার পরেই নিজের জিম খোলেন দীপান্বিতা।
ত্বরিতা চট্টোপাধ্যায়- ত্বরিতা নিজে ডায়েটিশিয়ান। সেই সঙ্গে প্রতিদিন ছোট পর্দায়ও দেখা যায় তাঁকে। কয়েক বছর হল নতুন ক্যাফে খুলেছেন ত্বরিতা।