শহরের উত্তপ্ত পরিস্থিতিতে চিন্তিত মা স্বস্তিকা, মেয়ের উদ্দেশে কী লিখলেন অভিনেত্রী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 29, 2024 | 6:31 PM

সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নেই তাঁর জীবনে। এ কথা বার বার বলে এসেছেন তিনি। শহরের এই টালমাটাল পরিস্থিতিতে আবারও সে কথাই বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এক মেয়ের মা তিনি। আরজি কর ঘটনার পর আর পাঁচ জন মায়ের মতোই তিনি চিন্তিত, উদ্বিগ্ন। স্বস্তিকার মেয়ে অন্বেষা সেন বিদেশে থাকেন। সেখানেই পড়াশোনা করতেন। এখন বিদেশে চাকরিও করেন।

শহরের উত্তপ্ত পরিস্থিতিতে চিন্তিত মা স্বস্তিকা, মেয়ের উদ্দেশে কী লিখলেন অভিনেত্রী?

Follow Us

সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নেই তাঁর জীবনে। এ কথা বার বার বলে এসেছেন তিনি। শহরের এই টালমাটাল পরিস্থিতিতে আবারও সে কথাই বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এক মেয়ের মা তিনি। আরজি কর ঘটনার পর আর পাঁচ জন মায়ের মতোই তিনি চিন্তিত, উদ্বিগ্ন। স্বস্তিকার মেয়ে অন্বেষা সেন বিদেশে থাকেন। সেখানেই পড়াশোনা করতেন।

এখন বিদেশে চাকরিও করেন। মাঝে মাঝে মেয়ের কাছে গিয়ে দেখাও করে আসেন নায়িকা। এই তো কিছু দিন আগে তিনি গিয়েছিলেন অনেক দিন মেয়ের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন। এই ঝোড়ো সময়ে অন্বেষাকে নিয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। সন্তানের জন্য ইনস্টাগ্রামের পাতায় লিখলেন একটা বড় চিঠি। লেখা পড়েই বুঝতে পারবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি ঠিক কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

 

স্বস্তিকা লেখেন,”আমার হৃদয়, আমার সমস্ত হৃদয় জুড়ে শুধু তুই, আমার ফুসফুস, কিডনি,অন্ত্র সব তোর জন্য। আমার জরায়ু, ডিম্বাশয় যতদিন ছিল, সেটাও তোর… আমার মাংস, হাড়, পেশি, টিস্যু,নার্ভ, এমনকী ঐন্দ্রিয়ও শুধু তোর জন্য।” সেই সঙ্গে তিনি আরও লেখেন,”মাতৃত্বের সবচেয়ে সুন্দর ব্যাপার হল, তুমি আর নিজের নও, তুমি সন্তানের। তোকে ভালোবাসার জন্যই আমার বাঁচা। তুই যা হতে চাস, তুই যা করতে চাস সবকিছুকে বাস্তবায়িত করা। আমি আছি, আমার সময় যতক্ষণ না ফুরোচ্ছে, তুই যা কিছু হারিয়েছিল তা পরিপূর্ণ করতে, যা কিছু গড়েছিস তা সযত্নে লালন করতে, আমি অন্য কোনও জীবন নয়, শুধু তোর সঙ্গই চাই। আবার যবে দেখা হবে, ততদিন সুরক্ষিত থাক, সুস্থ থাক, কঠিন সময়ে আমরা বেঁচে আছি। এইটুকুই আমার চাওয়া। আমার পুতুল, আমার বেবি, আমাকে মা হিসাবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখিস, আমি তোকে ভালোবাসি।”

Next Article