মদ্যপান, নাচে-গানে হুল্লোর, টলিপাড়ার জমজমাট পিকপিনে রাজ, শুভশ্রী, শ্রাবন্তীরা

Tollywood Picnic: উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেবালয়, সৌরভ দাস, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ প্রমুখেরা। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন প্রমুখেরা। সকলেই এদিন সেলিব্রেশনে মাতলেন।

| Edited By: জয়িতা চন্দ্র

Jan 14, 2024 | 4:10 PM

1 / 8
শীতের সকাল মানেই একগুচ্ছ প্ল্যানিং। ছোট্ট ট্রিপ থেকে শুরু করে পারিবারিক আড্ডা, ঘুরতে যাওয়া, খাওয়া সেলিব্রেশন তো লেগেই থাকে। আর সেই তালিকায় পিকনিক থাকবে না?

শীতের সকাল মানেই একগুচ্ছ প্ল্যানিং। ছোট্ট ট্রিপ থেকে শুরু করে পারিবারিক আড্ডা, ঘুরতে যাওয়া, খাওয়া সেলিব্রেশন তো লেগেই থাকে। আর সেই তালিকায় পিকনিক থাকবে না?

2 / 8
বছরভর ব্যস্ততা তুঙ্গে। ছবি তৈরি থেকে শুরু করে তার প্রচার, বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, একাধিকবার চর্চায় উঠে আসতে দেখা যায় সেলেবদের।

বছরভর ব্যস্ততা তুঙ্গে। ছবি তৈরি থেকে শুরু করে তার প্রচার, বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, একাধিকবার চর্চায় উঠে আসতে দেখা যায় সেলেবদের।

3 / 8
তবে একটা ছুটির দিন দেখে সকলে মিলে সেলিব্রেশনে মাততে খুব একটা দেখা যায় না তাঁকে। মাঝে মধ্যে ছোট ছোট বৈঠকি আড্ডায় কয়েকজন একসঙ্গে কিছুটা সময় কাটালেও সেখানে সকলের পক্ষে উপস্থিত হওয়া সম্ভবপর হয় না।

তবে একটা ছুটির দিন দেখে সকলে মিলে সেলিব্রেশনে মাততে খুব একটা দেখা যায় না তাঁকে। মাঝে মধ্যে ছোট ছোট বৈঠকি আড্ডায় কয়েকজন একসঙ্গে কিছুটা সময় কাটালেও সেখানে সকলের পক্ষে উপস্থিত হওয়া সম্ভবপর হয় না।

4 / 8
এবার সকলে মিলে সময় করে নিয়ে রাজবাড়িতে পিকনিক করতে হাজির। নাচ, গান খানা-পিনা তালিকা থেকে বাদ পড়ল না কিছুই। আর সবটাই ফ্রেমবন্দি করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এবার সকলে মিলে সময় করে নিয়ে রাজবাড়িতে পিকনিক করতে হাজির। নাচ, গান খানা-পিনা তালিকা থেকে বাদ পড়ল না কিছুই। আর সবটাই ফ্রেমবন্দি করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

5 / 8
পরমব্রত চট্টোপাধ্যায় ধরলেন গান। গিটারে সুর তুলতেই নাচে নাচে উপভোগ করলেন সকলে। উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেবালয়, সৌরভ দাস, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ প্রমুখেরা।

পরমব্রত চট্টোপাধ্যায় ধরলেন গান। গিটারে সুর তুলতেই নাচে নাচে উপভোগ করলেন সকলে। উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেবালয়, সৌরভ দাস, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ প্রমুখেরা।

6 / 8
অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন প্রমুখেরা। সকলেই এদিন সেলিব্রেশনে মাতলেন।

অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন প্রমুখেরা। সকলেই এদিন সেলিব্রেশনে মাতলেন।

7 / 8
সকলের পোশাকের রং ছিল সাদা। প্রসঙ্গত সদ্য দ্বিতীয়বার মা হওয়া শুভশ্রী এখন ব্যস্ত। শুরু করেছেন পরবর্তী ছবির কাজ।

সকলের পোশাকের রং ছিল সাদা। প্রসঙ্গত সদ্য দ্বিতীয়বার মা হওয়া শুভশ্রী এখন ব্যস্ত। শুরু করেছেন পরবর্তী ছবির কাজ।

8 / 8
বাবলি ছবিতে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়। প্রসঙ্গত এই পিকনিকের ঝলকে তাঁর দেখা মিলল না।

বাবলি ছবিতে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়। প্রসঙ্গত এই পিকনিকের ঝলকে তাঁর দেখা মিলল না।