
রবিবার সরস্বতী পুজো উপলক্ষে একেবারে জমজমাট টলিপাড়া। টলি সেলেবরা বাড়িতে, অফিসে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন। Photo: Instagram

১২ বছর পর ছেলে তৃষাণজিতের সঙ্গে সরস্বতী পুজো কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ে। বাবা-ছেলে মিলে সেজে উঠলেন বাহারি পাঞ্জাবিতে। Photo: Instagram

খাদান ব্লকবাস্টার। এখনও খাদান লুক থেকে যেন নিজেকে বার করতে পারেননি দেব। সকালেই শেয়ার করেছেন রঘু ডাকাত ছবির শুভ মহরতের ছবি। আর তার পরেই দেব পৌঁছে গেলেন কোয়েল, নিশাপাল সিংয়ের সরস্বতী পুজোতে। Photo: Instagram

অন্যদিকে ছেলে কবীর ও স্বামী নিশপালকে সঙ্গে নিয়ে বাড়ির সরস্বতী পুজোয় মেতে উঠলেন কোয়েল। Photo: Instagram

সরস্বতী প্রতিমার সামনে গোটা পরিবারের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন কোয়েল। Photo: Instagram

অন্যদিকে মিমি রইলেন নিজের ছন্দে। নীল রঙের সালোয়ারে বসন্তের রোদে ছিমছাম লুকে ধরা দিলেন মিমি। সঙ্গে মন ভোলানো মিষ্টি হাসি। Photo: Instagram

সকাল সকালই নিজের প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছে গেলেন রাজ-শুভশ্রী। প্রতিবারের মতো ভক্তিভরে অঞ্জলি দিলেন টলিউডের প্রিয় দম্পতি। আর সেখানেই সরস্বতী আরাধনায় মাতলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় Photo: Instagram

হলুদ পোশাকে সেজে পরিবার ও টিমের সঙ্গে সরস্বতী আরাধনায় মাতলেন টলিউড সুপারস্টার জিৎ। Photo: Instagram

বিয়ের পর প্রথম সরস্বতী পুজো বলে কথা। সকাল থেকেই তাই ব্যস্ত ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। শোভনকে সঙ্গে নিয়ে বাগদেবীর আরাধনায় মাতলেন অমরসঙ্গী নায়িকা। Photo: Instagram