আত্মঘাতী চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন, শোকস্তব্ধ টলিউড

সাম্প্রতিককালে রাজা চন্দর পরিচালিত ‘হালুম’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে যুক্ত ছিলেন সৌম্যদীপ্ত। বহু বছর ধরে কাজ করেছেন বিশিষ্ট চিত্রগ্রাহক ও পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী–র সঙ্গে। তাঁর আকস্মিক প্রয়াণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে এভাবে তাঁর চলে যাওয়া মানতে পারছে না সিনেপাড়া।

আত্মঘাতী চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন, শোকস্তব্ধ টলিউড

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 23, 2025 | 4:19 PM

টলিউডে শোকের ছায়া। রবিবার বেলা হতেই মিলল দুঃসংবাদ। মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন, ইন্ডাস্ট্রিতে যাঁকে সকলেই ভিকি নামে চেনেন। তাঁর বাসস্থান থেকে এদিন উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ। তাঁর হঠাৎ এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী, বন্ধু ও পুরো বিনোদন জগৎ।

বৃহস্পতিবার কসবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সৌম্যদীপ্তর দেহ। প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। কেন এমন পথ বেছে নিলেন তিনি, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন চিত্রগ্রাহক। পরিবারে রয়েছে তাঁর স্ত্রী ও এক সন্তান।

গিল্ডের পক্ষ থেকে প্রয়াত চিত্রগ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে বলে খবর। একই সঙ্গে জানা যায়, সৌম্যদীপ্তর দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তর কলকাতার এই প্রতিভাবান শিল্পীর দীর্ঘদিনের সম্পর্ক টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে—বহু নামী পরিচালকের সঙ্গে করেছেন বেশ কিছু উল্লেখ যোগ্য কাজ।

সাম্প্রতিককালে রাজা চন্দর পরিচালিত ‘হালুম’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে যুক্ত ছিলেন সৌম্যদীপ্ত। তার সঙ্গে করেছেন বহু কাজ। তবে কেন আত্মহত্যা? কাজের অভাবই কারণ! জল্পনায় জল ঢেলে পরিচালক রাজা চন্দ Tv9 বাংলাকে বললেন, “একেবারেই আমার তা মনে হয় না। নিয়মিত কাজ করত। আমার ৮০ শতাংশ কাজের চিত্রগ্রাহকই ছিল ভিকি। ও প্রথম সহ-চিত্রগ্রাহক থেকে যে চিত্রগ্রাহক হল আমার ছবির হাত ধরেই। পর পর কাজ করে গিয়েছে। ওকে আমার ডান হাত বলা যেতে পারে। আমার জীবনের অন্যতম কাছের টেকনিশিয়ান ভাই-বন্ধু চলে গেল। ওর মধ্যে কখনও মানসিক অবসাদ লক্ষ্য করিনি।

ভিকি বহু বছর ধরে কাজ করেছেন বিশিষ্ট চিত্রগ্রাহক ও পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী–র সঙ্গে। তাঁর আকস্মিক প্রয়াণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে এভাবে তাঁর চলে যাওয়া মানতে পারছে না সিনেপাড়া। খবর পাওয়া মাত্রই শোকজ্ঞাপন করছেন সকলেই। কী কারণে এই অবসাদ, তা এখনও স্পষ্ট নয়।