Yash-Nusrat: বাইকে এন্ট্রি নেবেন যশ, হাঁ করে তাকিয়ে নুসরত! টিভির পর্দায় খুল্লমখুল্লা কেমিস্ট্রি ২ তারকার

Tollywood Gossip: দাবাং স্টাইলে দেখা যাবে গীতা এলএলবির নায়িকাকে। সব মিলিয়ে নাচগানের পাশাপাশি যে গোয়েন্দাগিরিও উঁকি দেবে এই পরিবার পুরস্কারে, তা প্রোমোতেই স্পষ্ট। স্টেজে স্কন্ধকাটা কাঞ্চনের পাশাপাশি বহুদিন পর যশ-নুসরতকে দেখা যাবে টিভির পর্দায়।

Yash-Nusrat: বাইকে এন্ট্রি নেবেন যশ, হাঁ করে তাকিয়ে নুসরত! টিভির পর্দায় খুল্লমখুল্লা কেমিস্ট্রি ২ তারকার

Feb 28, 2025 | 10:39 PM

বিনোদন জগতের তারকারা কে, কোথায় কী করছেন? কোথায় যাচ্ছেন প্রিয় মানুষের সঙ্গে―এসব জানার আগ্রহ জনসাধারণের মধ্যে বরাবরই প্রবল। এবার তারকাদের একইসঙ্গে দেখতে পারবেন একই মঞ্চে। চলে এল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো। একের পর এক চমক রয়েছে দর্শকদের জন্য।

অনুষ্ঠানে থাকবেন জলসার অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী, দেব-কোয়েলদের। মঞ্চে থাকতে চলেছেন যশ-নুসরতও। প্রোমোতেই স্পষ্ট, ১৬ মার্চ রবিবার সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস। পুরস্কার প্রাপকদের কয়েকটি নাম সামনে এসেছে ইতিমধ্যেই। ২০২৫ সালে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘কথা’ ধারাবাহিক, আপাতত জানা যাচ্ছে এমনটাই। তবে লিস্টে রয়েছে গীতা এলএলবি, অনুরাগের ছোঁয়া-র মতো সিরিয়ালও!

মঞ্চে তো হাজির হন অনেকেই, পুরস্কার নিয়ে ফের আসনে ফিরে যান স্বাভাবিকভাবেই। তবে ব্যতিক্রম দেব! খাদানের গানে নাকি মঞ্চ মাতিয়েছেন বর্তমানে বাংলার ১ নম্বর নায়ক। মঞ্চে কোমর দুলিয়েছেন একসময়ের জনপ্রিয় জুটি দেব-কোয়েল। কম যায়নি মেগা ধারাবাহিককের জুটিরাও। প্রোমো বলছে, মঞ্চে আগুন ধরিয়েছেন ‘দুই শালিক’ সিরিয়ালের তিতিক্ষা ও নন্দিনী। রোম্যান্সের সুরে মঞ্চে মোহময়ী আবেশ তৈরি করতে দেখা যায় ‘অনুরাগের ছোঁয়া’, ‘গীতা এলএলবি’, ‘গৃহপ্রবেশ’ জুটিগুলোকে।

স্টার জলসার প্রথম প্রোমো অনুযায়ী, এই মেগা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যশ-মনামীর পাশাপাশি দেখা যাবে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে’কেও ‘দিওয়ানি মস্তানি’র টাইটেল ট্র্যাকে মঞ্চ মাতাবেন সোনামণি সাহা। একেবারে দাবাং স্টাইলে দেখা যাবে গীতা এলএলবির নায়িকাকে। সব মিলিয়ে নাচগানের পাশাপাশি যে গোয়েন্দাগিরিও উঁকি দেবে এই পরিবার পুরস্কারে, তা প্রোমোতেই স্পষ্ট। স্টেজে স্কন্ধকাটা কাঞ্চনের পাশাপাশি বহুদিন পর যশ-নুসরতকে দেখা যাবে টিভির পর্দায়।