একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেম ভিক্টোর, দিনভর চর্চা টলিপাড়ার অন্দরে

টলিপাড়ার প্রযোজক থেকে পরিচালক ভিক্টোর প্রতিভায় যেমন মুগ্ধ, তেমনই নাকি মুগ্ধ ছিলেন দুই অভিনেত্রী। একজন অভিনেত্রী এখন বিবাহিত। তিনি নাকি ভিক্টোর থাকার বাড়িটিও যত্ন করে সাজিয়েছিলেন। তবে ভিক্টোর সঙ্গে তাঁর প্রেমের কথা প্রকাশ্যে আনেননি। টলিপাড়ার অন্দরে অবশ্য় অনেকেই এই প্রেমের কথা জানেন। আর একজন অভিনেত্রী ভিক্টোর সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে ছিলেন।

একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেম ভিক্টোর, দিনভর চর্চা টলিপাড়ার অন্দরে

|

Apr 09, 2025 | 6:27 PM

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক মানুষের ক্ষতি করলেন পরিচালক ভিক্টো। পরিচালকের কী শাস্তি হয়, সেদিকে তাকিয়ে সকলে। তার গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে একজনের। আহত কিছু মানুষ। ভিক্টো এর আগেও নেশায় ডুবেছিলেন। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিচালক আগে রিহ্যাবে ছিলেন।

টলিপাড়ায় ভিক্টোর শুরুটা কীরকম? প্রযোজক শিবাজী পাঁজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”আমি যে সময় টেলিভিশনের কাজ শুরু করি তখন আমার প্রথম কাজের সময়ই পরিচয় হয় ভিক্টোর সঙ্গে। ও তখন পরিচালক টিমের একজন জুনিয়র সদস্য ছিল। ইন্ডাস্ট্রির ভাষায় যাকে বলে প্রোগ্রামার।ওর সঙ্গে কথা বলে অবাক হতাম। উজ্জ্বল ছেলে। স্বচ্ছ মনন। সব থেকে ভাল লাগতো ভিক্টোর নিষিদ্ধ নেশা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চাপা গর্ব। ওর সঙ্গে কথা বললেই মনে হতো যে একটা সঠিক সুযোগের অপেক্ষায় আছে ও। প্রোগ্রামার টুপি খুলে রেখে নির্দেশনা দেওয়ার স্বপ্ন দেখত নিজের ট্যালেন্টকে সম্বল করে। bhতার বেশ কিছুদিন পর যখন ‘দ্বিরাগমন’ এবং ‘চোখের বালি’ ধারাবাহিক শুরু করি। অনেকটা জেদের বশেই ভিক্টোর হাতে তুলে দিয়েছিলাম নির্দেশনার ভার। সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বেশ ভালো কাজও করেছিল। তারপর নানা কারণে আমার সঙ্গে ওর আর তেমন যোগাযোগ ছিল না। কিন্তু খবর পেতাম যে ভিক্টো খুবই ভালো কাজ করছে।”

টলিপাড়ার প্রযোজক থেকে পরিচালক ভিক্টোর প্রতিভায় যেমন মুগ্ধ, তেমনই নাকি মুগ্ধ ছিলেন দুই অভিনেত্রী। একজন অভিনেত্রী এখন বিবাহিত। তিনি নাকি ভিক্টোর থাকার বাড়িটিও যত্ন করে সাজিয়েছিলেন। তবে ভিক্টোর সঙ্গে তাঁর প্রেমের কথা প্রকাশ্যে আনেননি। টলিপাড়ার অন্দরে অবশ্য় অনেকেই এই প্রেমের কথা জানেন। আর একজন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ভিক্টোর সঙ্গে পাঁচ বছর ছিলেন। ভিক্টোর সঙ্গে তাঁর সম্পর্ক অবশ্য খারাপ হয়েছিল বলে ঘনিষ্ঠরা জানেন। তিনিও এখন বিবাহিত। মা হয়ে সুখে সংসার করছেন। এরপর ভিক্টোর আর একটা প্রেম হয়। এই প্রেমের কথা ঘোষণা করেছিলেন মেয়েটি। তবে ভিক্টোকে নিয়ে আলোচনা এতেই শেষ নয়। নতুন ধারাবাহিক শুরু হওয়ার পর এক অভিনেত্রীর সঙ্গে ভিক্টোর বন্ধুত্ব একটু বেশি নজর কাড়ছিল শুটিং ফ্লোরের বাকিদের। যদিও সেই ব্যাপারে ভিক্টো বা সেই অভিনেত্রী মুখ খোলেননি।