Rupam Islam: বহু বছরের ঘনিষ্ঠতার পরও ওঁর সঙ্গে কাজ করে উঠতে পারেননি রুপম! অবশেষে দেখা…

Tollywood: কাজের পরিসরে একে অপরকে সময় দিয়ে উঠতে পারেননি ইতিপূর্বে। অবশেষে একসঙ্গে কাজ করলেন দু'জন, 'দানব' ছবির রেকর্ডিং স্টুডিয়োতে নস্ট্যালজিক রুপম ইসলাম...

Rupam Islam: বহু বছরের ঘনিষ্ঠতার পরও ওঁর সঙ্গে কাজ করে উঠতে পারেননি রুপম! অবশেষে দেখা...

Feb 28, 2025 | 10:41 PM

বহু বছরের বন্ধুত্ব, কাজের পরিধিও এক―তবে কাজের পরিসরে একে অপরকে সময় দিয়ে উঠতে পারেননি ইতিপূর্বে। অবশেষে একসঙ্গে কাজ করলেন দু’জন, ‘দানব’ ছবির রেকর্ডিং স্টুডিয়োতে নস্ট্যালজিক রুপম ইসলাম-সমিধ মুখার্জি। শেয়ার করলেন একে অপরের কথা।

আতিউল ইসলামের আগামী ছবি ‘দানব’-এর গানে জুটি বাঁধলেন সমিধ মুখার্জি ও রুপম ইসলাম। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন পিয়ার খান ও রুপ্সা মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জি, হিয়া রায়, অনিন্দিতা সোম-প্রমুখ। কলকাতার এক নামজাদা স্টুডিয়োয় বসে রুপম ইসলাম সাফ বলেই দিলেন, ‘আমাদের বহু বছরের বন্ধুত্ব, কিন্তু সিনেমার জন্য দু’জনের কোনওদিন কাজ করা হয়ে ওঠেনি একে অপরের সঙ্গে। এই প্রথম আমি সমিধের সুরে গান গাইছি। দানবের এই গান আশা করছি দর্শকদের ভালো লাগবে। আমি খুবই আশাবাদী এই গানটা নিয়ে। সমিধের সুরে এই গান মানুষের মন জয় করবেই!’

অন্যদিকে শিল্পী সমিধ মুখার্জি বললেন, ‘আমাদের বন্ধুত্বের জন্য এটা খুবই খুশির খবর। দারুণ লাগছে এই কাজটা করে৷ রুপম ইসলামের মতো শিল্পী খুব কমই আছে। আমার সুরে এই গান দানব ছবির একটা বড়ো অংশ হয়ে থাকবে আশা করছি।’

মর্গের একজন ডোম হলেন শিবা, হঠাৎই ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রিয় ভালোবাসার মানুষ উমার মৃতদেহ দেখতে পান শিবা। বডি এসেছে পোস্টমর্টেমের জন্য!এমতাবস্থায় কী করবে শিবা? ‘দানব’ উত্তর দেবে এমনই সব প্রশ্নের। সিনেমার শ্যুটিং চলছে এখনও, চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পেতে পারে ‘দানব’।