AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার স্কার্টের তলায় হাত…’,লগ্নজিতার সঙ্গে কী করেছিলেন হৃতিকের কাকা?

Lagnajita Chakraborty: গত কয়েক মাসে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সমাজমাধ্যমের পাতায়। অনেক নায়ক নায়িকারা মুখ খুলেছেন। তাঁদের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। এমনই এক ভয়াবহ ঘটনার কথা শোনালেন লগ্নজিতা।

'আমার স্কার্টের তলায় হাত...',লগ্নজিতার সঙ্গে কী করেছিলেন হৃতিকের কাকা?
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 6:17 PM
Share

গত কয়েক মাসে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সমাজমাধ্যমের পাতায়। অনেক নায়ক নায়িকারা মুখ খুলেছেন। তাঁদের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। বাংলা সিনেমার তারকা থেকে বলিউড, তামিল, তেলুগু— সর্বত্র এই কাস্টিং কাউচের ঘটনা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা তাঁদের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন।

এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এবার শোনা গেল সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর মুখে। তাঁর ঝুলিতে রয়েছে অনেক হিট গান। তাঁকেও চরম বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। মুম্বইয়ে গান গাওয়ার সুযোগের স্বপ্ন সবাই দেখেন। আর একটা সুযোগ পাওয়া গেলে তো কোনও কথাই নেই। আর আরব সাগর পারে প্রতিযোগিতা আরও কঠিন। তেমনই গানের জন্য কথা বলতে গিয়েছিলেন লগ্নজিতা।

যাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনিও খুবই জনপ্রিয় ব্যক্তি। তিনি হলেন রাজেশ রোশন। হৃত্বিক রোশনের কাকা তিনি। মুম্বইয়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তিনি। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে যা বাজে অভিজ্ঞতা হয়েছিল গায়িকার। সে কথাই বললেন সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে। কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে? গায়িকা বলেন, “ওনার নাম নিলে এখানে কোনও অসুবিধা হবে না। মুম্বইয়ে হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন ওখানকার বিখ্যাত সঙ্গীত পরিচালক। ওনার বাড়িতে গিয়েছিলাম কথা বলতে। আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম। আমায় উনি বলেছিলেন আমার গান শোনাতে। আমি ইউটিউবে গান খুঁজছিলাম। ঠিক তখনই আমার পাশে এসে বসেন। বলতে খারাপ লাগছে। কিছু বোঝার আগেই আমার স্কার্টের ভিতরে হাতটা ঢুকিয়ে দেন। এত বাজে লেগেছিল!”