AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বরবেশে তৈরি গৌরব, আর কিছুক্ষণ পরেই মালাবদল

লগ্ন বিকেল সাড়ে পাঁচটায়।

বরবেশে তৈরি গৌরব, আর কিছুক্ষণ পরেই মালাবদল
বরবেশে গৌরব। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 09, 2020 | 9:57 PM
Share

টলিউডে আজ বসন্ত। এক হচ্ছেন দেবলীনা কুমার (devlina kumar) এবং গৌরব চট্টোপাধ্যায় (gourab chatterjee) । ফ্যানেরা যাঁদের ভালবেসে নাম দিয়েছে ‘রাবলীনা’।  বিয়ের লগ্ন বিকেল সাড়ে পাঁচটায়। বরের বেশে গৌরবও পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। বিয়ে হচ্ছে ‘চৌধুরী ভিলা’য়। ডিজাইনার অভিষেক রায় এবং নীলয় সেনগুপ্তর পোশাকে নিজেকে সাজিয়েছেন গৌরব। পরেছেন সাদার উপর হাল্কা কাজ করা ধুতি-পাঞ্জাবি।

আরও পড়ুন- তিন বছরের প্রেম গড়াল বিয়েতে, সাতপাকে বাঁধা পড়লেন ‘রাবলীনা’, দেখুন ছবি

সকাল থেকেই কুমার পরিবারে শুরু হয়ে গিয়েছিল জোর তোড়জোড়। উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজে গায়ে হলুদ পর্ব সকালেই সেরে ফেলেছেন দেবলীনা। সাজ  ছিল একেবারে ছিমছাম। খোলা চুল, হালকা টাচআপ, ছোট্ট টিপ, আর দু’হাত জুড়ে শাঁখা-পলা…বিয়ের কনের ‘হলদি লুক’-এ ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া।

গায়ে হলুদ 

১

জাঁকজমকের গয়নাও পরেননি তিনি। সাবেকিয়ানায় আস্থা রেখে কানে সোনার দুল, গলায় হার আর দু’হাতে একটি করে বালা। গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল মেহেন্দি পর্ব। ফুলের গয়না, ডার্ক লিপস্টিক, আর স্লিভলেস পোশাকে ‘ফিউশান’ লুকে নজর কেড়েছিলেন দেবলীনা। মেহেন্দি মিটতেই লম্বা ঘুম নয়, দেবলীনা গিয়েছিলেন জিমে। ৪০ কেজি ওজন নিয়ে করলেন দশ-দশটা ডেড লিফট। রাত গড়াতেই জমিয়ে চলল ব্যাডমিন্টন খেলা।

আদর 

আর মাত্র কয়েকঘণ্টা। শহরের বুকে রাত নামতেই লাল বেনারসিতে নিজেকে সাজাবেন দেবলীনা। তাঁর ব্রাইডাল লুক সেটের দায়িত্ব সামলাবেন ডিজাইনার অভিষেক রায়। বিয়ের মেক-আপের দায়িত্ব পড়েছে মেকআপ আর্টিস্ট উজ্জ্বল দেবনাথের উপর। অন্যদিকে গৌরবের পোশাকের ভারও রয়েছে অভিষেক রায় এবং নীলয় সেনগুপ্তর উপর। মেক আপ তিনি পছন্দ করেন না। তা ছাড়া তাঁর অন্সক্রিন শাশুড়ি দিতিপ্রিয়াও গৌরবকে কড়া নির্দেশ দিয়েছেন হাল্কা মেকআপ করতে।

মেহেন্দি লুক 

বছর তিনেক আগে বোনের বিয়েতে দেবলীনার সঙ্গে আলাপ হয়েছিল গৌরবের। চুপিসারেই হয়ে গিয়েছিল প্রেম। ঘটা করে প্রপোজ, শো-অফ হয়নি কিছুই। আজও তাই বিয়ের আসরে উপস্থিত থাকছেন দুই পরিবার ঘনিষ্ঠ কয়েকজন। ১৫ ডিসেম্বর পি সি চন্দ্র গার্ডেনস-এ বসছে প্রীতিভোজের আসর। ১৭ ডিসেম্বর বৌভাত, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে।

বর-বউ 

devlina gourav