AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srabanti Chatterjee: শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! নায়িকার সাধের জিম নিয়ে নালিশ থানায়

Srabanti Chatterjee: আবারও বিপাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার আলোচনায় তাঁর জিম। মধ্যমগ্রামের এক মলে 'দ্য ফিটনেস এম্পায়ার' নামক একটি জিম খুলেছিলেন বছর দু'য়েক আগে।

Srabanti Chatterjee: শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! নায়িকার সাধের জিম নিয়ে নালিশ থানায়
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 5:07 PM
Share

আবারও বিপাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার আলোচনায় তাঁর জিম। মধ্যমগ্রামের এক মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামক একটি জিম খুলেছিলেন বছর দু’য়েক আগে। এবার সেই জিম নিয়েই ঝামেলা গড়াল থানা পর্যন্ত। ঠিক কী ঘটেছে? শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, জিম ট্রেনিংয়ের নামে টাকা তুলে জিম বন্ধ করে দিয়েছেন তিনি। যার ফলে বেজায় বিপাকে জিম-ট্রেনিরা। হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন নাকি সেই জিমে ঝুলছে তালা। চলতি বছরের গোড়ার দিকে ওই মাল্টিজিমের তরফে একটি বিজ্ঞাপন বের করা হয়। দেওয়া হয় আকর্ষণীয় অফার। বলা হয়, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবেই জিমে ভর্তি নেওয়া হবে। এই লোভনীয় অফার পেয়ে অনেকেই সেই অনেকেই ভর্তি হন। কিন্তু অভিযোগকারীদের দাবি, ভর্তি হওয়ার পরেই নাকি তাঁদের বলা হয়, চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরই পাশাপাশি হঠাৎ করেই দোল-হোলির জন্য বন্ধ করে দেওয়া হয় জিম যা এখনও তালাবন্ধ।

এরপরেই মধ্যমগ্রাম থানায় জিমের মালিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। অভিযোগপত্রে লেখা হয়েছে, “গোটা বছরের জন্য আমরা জিম প্যাকেজের টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তা খোলার লক্ষণ দেখছি না। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমাদের অনুরোধ আপনারা যদি দয়া করে এই ব্যাপারে অনুসন্ধান করে ও উপযুক্ত ব্যবস্থা নেন, তবে ভাল হয়।” অভিযোগপত্রের সঙ্গে, জিমে টাকা জমা দেওয়ার বিল থেকে যাবতীয় অফিসিয়াল নথিও জমা দিয়েছেন অভিযোগকারীরা। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গেও। তিনি বলেন, “প্রত্যেকটা জিনিসের সময় থাকে। যারা নাম নথিভুক্ত করেছেন তাঁরা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনও কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে ও দিকে সময় দিতে পারছি না। কিন্তু যারা যারা টাকা দিয়েছেন, তাঁরা নিশ্চয়ই তাঁদের টাকাটা পেয়ে যাবেন।”

প্রসঙ্গত, কিছু দিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আবারও প্রেমে শ্রাবন্তী। বসন্তকালে নাকি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মনে আবারও ‘বসন্ত এসে গিয়েছে’। ইন্ডাস্ট্রিরই এক পরিচালকের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। একসঙ্গে কফিশপে যাওয়া, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দু’জনের একসঙ্গে যাওয়া, ছবি তোলার বহর দেখে গসিপ কিছুতেই কমছে না। যদিও পরিচালক বা শ্রাবন্তী কেউই স্বীকার করেননি এই গুঞ্জন। এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজ রয়েছে তাঁর। একদিকে রাজর্ষি দে’ র ‘সাদা রঙের পৃথিবী’ অন্যদিকে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’তে দেখা যাবে তাঁকে।