অসহনীয় যন্ত্রণায় আমি ভুগছি, জানি না ঠিক কবে মুক্তি পাব: মমতা শঙ্কর

এত স্মৃতি, এত মুহূর্ত জড়িয়ে রয়েছে বারবার মনে পড়তে চোখ ভিজে যাচ্ছে।

অসহনীয় যন্ত্রণায় আমি ভুগছি, জানি না ঠিক কবে মুক্তি পাব: মমতা শঙ্কর
মমতা শঙ্কর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2021 | 3:15 PM

বাংলার চলচ্চিত্রে ফের নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ঘুমের মধ্যেই দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭। তাঁর স্মৃতিচারণা করলেন অভিনেত্রী মমতা শঙ্কর

আমি ভেঙে পড়েছি। ওঁর প্রথম ছবি ‘দূরত্ব’-তে (১৯৭৮) আমি অভিনয় করেছি।  ‘মৃগয়া’র পর আমার অভিনীত দ্বিতীয় ছবি। তারপর ‘গৃহযুদ্ধ’-তেও আমাকে নিয়েছিলেন বুদ্ধদেবদা। সেই তখন থেকে পরিচয়। দীর্ঘ এক সময়। এতগুলো দিন ধরে চারিদিকে শুধু খারাপ খবর শুনছিলাম। আর আজ আরও এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা চলচ্চিত্র জগতের। এত স্মৃতি, এত মুহূর্ত জড়িয়ে রয়েছে বারবার মনে পড়তে চোখ ভিজে যাচ্ছে। কিন্তু ঠিক এ মুহূর্তে কী বলব আমি জানি না। ভাষা খুঁজে পাচ্ছি না। অনেকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শেষ কথা হল কিছু মাস আগে। একসঙ্গে গৌহাটি যাওয়ার কথা ছিল। ওঁকে সেখানে সংবর্ধনা দেওয়ার কথা চলছিল তখন। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যাওয়াহল না।  তারপর উনিও অসুস্থ হয়ে পড়েন। আর আজ শুনলাম উনি নেই। এ এক অসহনীয় যন্ত্রণায় আমি ভুগছি। জানি না ঠিক কবে মুক্তি পাব। সত্যিই জানি না…

আরও পড়ুন স্ক্রিনে ছবি আঁকতেন বুদ্ধদা, ওঁর সিনেমা রয়ে গেল: পঙ্কজ ত্রিপাঠি