Srabanti Chatterjee: আকাশের ঠিকানায় এবার শ্রাবন্তীর বাস, তারার দেশে নাম লেখালেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 22, 2023 | 12:11 PM

Inside Story: প্রসঙ্গত শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ব্যস্ত রয়েছেন 'দেবী চৌধুরানী' ছবির শুটিং-এ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তারই প্রস্তুতিতে নিজেকে এখন ভেঙে গড়ার পালা।

Srabanti Chatterjee: আকাশের ঠিকানায় এবার শ্রাবন্তীর বাস, তারার দেশে নাম লেখালেন অভিনেত্রী

Follow Us

এ যেন এক অন্যস্বাদের অনুভূতি। সারা জীবন ব্রম্ভাণ্ডে থেকে যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম। বড় খবর শেয়ার করলেন অভিনেত্রী। জীবনে বহু ওঠা পড়ার সাক্ষী থেকেছেন শ্রাবন্তী। কেরিয়ারেও বারবার ধাক্কা খেতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর পথ চলা থেমে থাকার নয়। ব্যক্তি জীবন ও কর্ম জীবনকে আলাদা করেই পথ চলছেন তিনি। যদিও কটাক্ষ পিছপ ছাড়ছে না। সিবেপাড়ায় কঠিন লড়াইয়ে সামিল এই অভিনেত্রী ছন্দে ফিরেছেন বর্তমানে। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। বর্তমানে রিয়্যালিটি শোয়ের বিচারক তিনি। এরই মাঝে হাজির জন্মদিন। ১৩ অগাস্ট জন্মদিন সেলিব্রেশন করেন শ্রাবন্তী। তবে জন্মদিনের উপহারের তালিকায় যদি থাকে তারার দেশে নয়া পরিচিতি, তবে সে সুখবর ভাগ করে নেওয়ার মতোই। তাই শ্রাবন্তীও সকলকে দিলেন সুখবর। ঝড়ের গতিতে ভাইরাল হল শ্রাবন্তীর এই পোস্ট।

ঠিক কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?

এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জের এক নক্ষত্রের নামকরণ করা হল শ্রাবন্তীর নামে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে যা ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২৮ জুলাই এই তারার নামকরণ করা হয়। প্রায় একমাস পর সার্টিফিকেটের ছবি শেয়ার করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন শ্রাবন্তী। যা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। তালিকা থেকে বাদ পড়েলন না খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। শুভশ্রী ও শ্রাবন্তী এখন বেশ ঘনিষ্ট। মাঝে মধ্যেই তাঁদের পার্টি করতেও দেখা গিয়েছে। যার নেপথ্যে রিয়্যালিটি শোয়ের মঞ্চ। সেখানেই দীর্ঘদিন ধরে এই সেলেব জুটি বিচারকের পদে রয়েছেন।

প্রসঙ্গত শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ব্যস্ত রয়েছেন দেবী চৌধুরানী ছবির শুটিং-এ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তারই প্রস্তুতিতে নিজেকে এখন ভেঙে গড়ার পালা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন তাঁর কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। বিয়ে বা অন্য কোনও প্রসঙ্গে কান দিতে ইচ্ছুক নন বলেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়।