Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abir Chatterjee: কী এমন হয়েছিল আবিরের বিয়েতে? ‘বিভ্রাট’-এর স্মৃতিচারণ করে আঁতকে উঠলেন নায়ক

Inside Story: রিল-এ অর্থাৎ পর্দায় যতই গোয়েন্দার ভূমিকায় অভিনয় করে থাকুন না কেন, রিয়েল লাইফ-এ গোয়েন্দা হতে পারননি আবির চট্টোপাধ্যায়। তবে এই ছবিতে বিয়ে নিয়ে যে বিস্তর বিভ্রাট হবে, তাতে আবিরের ভূমিকা কী হতে চলেছে?

Abir Chatterjee: কী এমন হয়েছিল আবিরের বিয়েতে? ‘বিভ্রাট’-এর স্মৃতিচারণ করে আঁতকে উঠলেন নায়ক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 6:53 PM

ব্যোমকেশ, সোনাদা থেকে বেরিয়ে নতুন এক প্রেমিক চরিত্রে দর্শকদের মন ভোলাতে আসছেন আবির চট্টোপাধ্যায়। পরিচালক রাজা চন্দর আগামী ছবি ‘বিয়ে বিভ্রাট’-এ ত্রিকোণ প্রেমের গল্পে দেখা যাবে তাঁকে। ‘বিয়ে বিভ্রাট’ নামটা শুনে ছবির গল্পের আভাস দিতে গিয়ে অভিনেতা জানালেন, অনেকদিন পর একটা রোম্যান্টিক কমেডি ছবির অংশ হতে পেরে তিনি খুশি। ছবির গল্প লিখেছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। তাই মজা করেই পরমের মুখ দিয়েই ট্রেলার-এ ভয়েস ওভার রাখা হয়েছে।

রিল-এ অর্থাৎ পর্দায় যতই গোয়েন্দার ভূমিকায় অভিনয় করে থাকুন না কেন, রিয়েল লাইফ-এ গোয়েন্দা হতে পারননি আবির চট্টোপাধ্যায়। তবে এই ছবিতে বিয়ে নিয়ে যে বিস্তর বিভ্রাট হবে, তাতে আবিরের ভূমিকা কী হতে চলেছে? তার উত্তর তো একমাত্র ছবি দেখলেই পাওয়া যাবে। তবে এ প্রসঙ্গে নিজের জীবনের বিয়েতে যে বিভ্রাট সৃষ্টি ঘটেছিল আবিরের, সম্প্রতি TV9 বাংলার সঙ্গে সেকথা শেয়ার করে নিলেন অভিনেতা। সেই কথা স্মরণ করে কার্যত আঁতকে উঠেছেন আবির চট্টোপাধ্যায়।

২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা আবির। কলেজের বান্ধবী নন্দিনী চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। তবে তাঁর বিয়ের দিন কলকাতা শহরে এমন এক অপ্রীতিকর ঘটনা ঘটে যে, কলকাতা শহর সে দিন প্রায় স্তব্ধ হয়ে যায়। বিস্তারিত না বললেও সে দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরর অবনতির কথা আজও প্রায় প্রত্যেক শহরবাসীই মনে করতে পারেন। আবির স্মৃতিচারণ করে বললেন, “সেই দিন দুই বাড়ির সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিল। আত্মীয়-পরিজন, নিমন্ত্রিতরা কীভাবে আসবেন? আদতে আসতে পারবেন তো?” বিবিধ আশঙ্কা ঘিরে ধরেছিল সকলের, জানিয়েছেন আবির। সঙ্গে তিনি এ-ও বললেন, “সন্ধে গড়িয়ে রাত হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য নিমন্ত্রিতরা আসতে পেরেছিলেন এবং বিবাহ সম্পন্নও হয়েছিল সুষ্ঠুভাবেই।”

তবে শুধুই কি বিয়ের দিনের বিভ্রাট, আরও অনেক সমস্যার সমাধান করতে হয়েছিল তাঁদের। আবির-নন্দিনী কলেজের সহপাঠী, তাই স্বাভাবিকভাবেই নিজেরা একে-অপরকে সম্বোধন করতেন ‘তুই’ বলে। এমতাবস্থায় তাঁদের কাছে দুই বাড়ির বড়দের থেকে আদেশ এল: একে-অপরকে আর ‘তুই’ নয়, ‘তুমি’ বলে সম্বোধন করতে হবে। প্রথম দিকে অসুবিধা হলেও ধীরে ধীরে সহজ হয়ে গিয়েছিল, জানিয়েছেন আবির। এ তো গেল আবিরের বিয়ে নিয়ে বিভ্রাটের গল্প। তবে অভিনেতা আবিরের যা মহিলা ফ্যান-ফলোয়ার, তাতে বাড়ির শান্তি কখনও ভঙ্গ হয় না? এই বিষয়ে আবিরের পরিস্কার জবাব, “না, কখনওই এমন কিছু হয় না। কারণ বাড়ির লোক জানে এটা আমার পেশাগত জগৎ।”

‘বিয়ে বিভ্রাট’ ছবিতে ইন্ডাস্ট্রির নবাগত নায়িকা লহমা ভট্টাচার্যর সঙ্গে কাজ করেছেন আবির। আপাতত জিতের সঙ্গে একটি ছবি রিলিজ় করেছে লহমার। নায়িকার ব্যাপারে আবিরের বক্তব্য, “লহমা অত্যন্ত পরিশ্রমী। অনেক ছোট থেকে দেখেছি লহমাকে।” তাই ছবিতে যাতে মানানসই লাগে সে ব্যাপারে সচেতন ছিলেন আবির। তাঁর আরও সংযোজন, “বড় পর্দায় অল্পবয়সী নায়িকা হলে বেশ ভালই লাগে।”

আবির চট্টোপাধ্যায় গোয়েন্দা গল্পের সঙ্গেই অন্য ধরনের কাজ করছেন সচেতন ভাবেই। কিছুদিন আগেই রিলিজ় হওয়া ‘ফাটাফাটি’ বক্স অফিসে সফল। এছাড়াও নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’-এর ডাবিং আবির শেষ করলেন সম্প্রতি। এই ছবিতে মিমি ও বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন আবির।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'