Biplab Chatterjee: সমস্ত রাজনৈতিক নেতাই ভিলেন… দেশটা সর্বনাশের দিকে নিয়ে গিয়েছেন: বিপ্লব চট্টোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 07, 2023 | 9:02 AM

Bengali Villians: TV9 বাংলার নয়া সিরিজ় ‘নায়ক নহি, খলনায়ক হু ম্যায়’ শুরু হল তাঁকে দিয়েই। অভিনেতা শোনালেন তাঁর ভিলেন হওয়ার নানা অভিজ্ঞতার কাহিনি।

Biplab Chatterjee: সমস্ত রাজনৈতিক নেতাই ভিলেন... দেশটা সর্বনাশের দিকে নিয়ে গিয়েছেন: বিপ্লব চট্টোপাধ্যায়
বিপ্লব চট্টোপাধ্যায়

Follow Us

 

 

 

 

স্নেহা সেনগুপ্ত

তিনি রাস্তায় বেরোলে এখনও অভিভাবকেরা তাঁকে দেখিয়ে বাচ্চাকে বলতে থাকেন, “ওই দেখো, দুষ্টু লোক যাচ্ছে। তুমি দুষ্টুমি করলে উনি তোমাকে ধরে নিয়ে যাবেন”… অভিনেতা বিপ্লব চট্টোপাধ্য়ায়ের এটা নিজস্ব অভিজ্ঞতা। তিনি বাংলা বিনোদন জগতের প্রখ্যাত ভিলেন। তিনি কোনওদিনও নায়কের চরিত্রে কার্যত অভিনয় করেননি। তিনি ছিলেন ‘স্ট্যাম্পমারা’ খলনায়ক। তাঁকে ঘৃণা উগরে দিয়েছে দর্শক। TV9 বাংলার নয়া সিরিজ় ‘নায়ক নহি, খলনায়ক হু ম্যায়’ শুরু হল তাঁকে দিয়েই। অভিনেতা শোনালেন তাঁর ভিলেন হওয়ার নানা অভিজ্ঞতার কাহিনি।

প্রশ্ন: যখন রাস্তায় বের হন, কী ধরনের অভিজ্ঞতা হয় আপনার?

বিপ্লব: অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। লোকজন তেড়েও এসেছেন। খানিক কষ্টও পেয়েছি, জানেন…

প্রশ্ন: কখন কষ্ট হত?

বিপ্লব: যখন দেখতাম বাচ্চাদের মা-বাবা আমাকে দেখিয়ে বলত, ‘ওই যে, ওই দুষ্টু লোকটা যাচ্ছে’। কিংবা বলত, ‘ওই দেখ, ওই যে… দুষ্টুলোক। তোমাকে ধরে নিয়ে যাবে!’ এটা দেখে আমার খুব যন্ত্রণা হত।

প্রশ্ন: কখনও ওই অভিভাবকদের কারও সঙ্গে কথা বলেছিলেন? 

বিপ্লব: একবার একজন মাকে বলেওছিলাম, ‘ওরকম করে কেন বলছেন বাচ্চাটাকে?’ আসলে আমি তো বাচ্চা খুবই ভালবাসি। তাই ওদের কাছে আমি ‘ভিলেন’, সেটা যখন প্রতিপন্ন করা হয়, ভাল লাগে না। খু-উ-উ-ব কষ্ট হয়। কিন্তু বড়রা আমাকে নিয়ে নিজেদের মধ্যে বলাবলি করলে, আমার মনে কষ্ট হয় না।

প্রশ্ন: তা কেন?

বিপ্লব: কারণ, তাঁরা তো নিজেরা আমার চেয়ে বেশি ভিলেন। আমার থেকে বেশি নোংরা। যে সব চরিত্র করতাম, সেই চরিত্রগুলোর চেয়েও বেশি নোংরা তাঁরা। তাঁদের নোংরামি দেখেই আমি অভিনয়ের নোংরা লোকটা হতে পেরেছি। বাস্তব সমাজের খারাপ লোকগুলোই আমাকে বদমায়েশের চরিত্রে অভিনয় করতে অনুপ্রাণিত করেছে। ওদের নোংরামিটা দেখতে আমার ভাল লাগত।

প্রশ্ন: আপনারা তো ছিলেন ‘স্ট্যাম্পমারা’ ভিলেন। সেই স্ট্যাম্প কি এখন কাউকে আপনি দিতে পারবেন? সিনিয়র হিসেবে কি কোনও যোগ্য ভিলেনকে দেখতে পাচ্ছেন এই সময়ে?

বিপ্লব: এখন সেটা সম্ভব নয়। কারণ, সময় সবকিছুই পাল্টে দিয়েছে। সবকিছু পরিবর্তন হয়েছে। সেটা ভাল হয়েছে, না খারাপ হয়েছে, তা বলতে পারব না। আগে যে ভাবে গল্প তৈরি হত, এখন একেববারেই সে ভাবে তৈরি হচ্ছে না। এখন তো আকাশে উড়ে গিয়ে মারপিট হচ্ছে। তখন ছিল পরিবারভিত্তিক গল্প। পরিবারের মেজদা, মেজঠাকুরপো—এরাই হতেন ভিলেন। তারপর পাড়ায় কিছু ভিলেন থাকতেন। সে সব গল্প তো এখন পাওয়া যায় না। তাই ভিলেনের সংজ্ঞাও পাল্টে গিয়েছে।

প্রশ্ন: এখনকার বাস্তবের কি কোনও চরিত্র আছে, যাঁকে দেখে মনে হয় পর্দায় দুর্দান্ত ভিলেন হিসেবে মানাবে?

বিপ্লব: এখন সমস্ত রাজনৈতিক নেতাই ভিলেন। তাঁরাই তো দেশটা সর্বনাশের দিকে নিয়ে গিয়েছেন। নইলে কোটি-কোটি টাকা বালিশের মধ্যে, লেপের খোলসের মধ্যে পাওয়া যায়!

প্রশ্ন: আপনার বিচারের সেরা ভিলেন কে?

বিপ্লব: বলিউডের প্রাণ। পর্দার ভিলেন কিন্তু বাস্তবের মাটির মানুষ। এখানকার ধীরাজ ভট্টাচার্য, বিকাশ রায়। আসল হল ক্যারেক্টর রোলটা। তখন তো সেই রকম ভিলেনরা তৈরি হতেন। এখন তৈরি হয় না।

প্রশ্ন: আপনি তো সেরকমভাবে আর ভিলেন চরিত্র করলেনই না…

বিপ্লব: মানায় না। তাই করি না। এখন কেউ পারবে করতে? ‘ধুমকেতু’ ছবিতে ছবি বিশ্বাস ভিলেন ছিলেন। সে রকম চরিত্র পেলে আমি নিশ্চয়ই করব। দেবেন কেউ সে রকম চরিত্র আমাকে?

Next Article
Soham Chakraborty: সোহমের অভিযোগে টলিপাড়ায় শোরগোল, অভিযুক্ত এবার বনি-কৌশানি
Nusrat Jahan: গৌর গোপাল দাসের কাছে কি টিপস নিতে গেলেন যশ-নুসরত? ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল