শনিবারের রাত। আচমকাই দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে হাজির হলেন দেব। ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ শো সবে শেষ হয়েছে। প্রেক্ষাগৃহ মোটের উপর ভর্তিই ছিল। একেবারে ব্যোমকেশ লুকে দেবকে স্বচক্ষে দেখে হতবাক দর্শকেরা। সেখানেই দেব খোলসা করলেন এমন কিছু কথা, আপনি যদি দেব-ভক্ত হন তবে এ খবর আপনাকে স্বস্তি দেবেই দেব। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র টিজার লঞ্চে দেব বলেছিলেন, এই শেষ। আর কোনওদিন ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে না তাঁকে। কিন্তু শনিবার রাতেই যেন উল্টে গেল যাবতীয় হিসেব নিকেষ। কেমন লেগেছে সিনেমাটি? দর্শকদের জিজ্ঞাসা করেছিলেন দেব। তাঁদের স্বতঃস্ফূর্ত জবাব পেয়েই দেব কিছু একটা বলতে যাবেন, এমন সময়েই তাঁকে থামিয়ে দেন জনতা। হলে উপস্থিত দর্শক একজোটে দেবকে প্রশ্ন করতে থাকেন, “আবার দেখতে পাব তো? আবার ব্যোমকেশ করবেন তো?”
কথা কানে যেতেই বিরসার দিকে তাকিয়ে হেসে ফেলেন দেব। লজ্জা মাখা মুখে হাসতেই থাকেন ক্রমাগত। এর পর বলেন, “জনতাই জনার্দন, ডিম্যান্ড থাকলে সাপ্লাই হবেই।” অন্যদিকে বিরসাও হেসে ইতিবাচকও উত্তরই দেন। আর এর সঙ্গেই দেবকে আবার ব্যোমকেশ রূপে দেখার ইচ্ছে আরও এক ধাপ এগিয়ে গেল সিনেপ্রেমীদের। দেব আরও বলেন, “১৭ বছরের কেরিয়ারে তোমাদের আশীর্বাদ অনেক চরিত্র করার সুযোগ পেয়েছি। ‘ বাঘাযতীন’ নিয়েও অনেক খেটেছি। অনেকেই ভাবেন বাঘাযতীন মানেই শুধু বাঘ মেরেছে। কিন্তু তা নয়। তাই ওই ছবিটিও সবাই দেখবেন।” ব্যোমকেশের পর অক্টোবরে ‘ বাঘাযতীন’ নিয়ে হাজির হবেন দেব। ওই ছবিতে তাঁর বিপরীতে আছেন নবাগতা এক নায়িকা। ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখানোর মাঝেই ওই ছবির টিজার দেখানো হচ্ছে দর্শকদের। যা আপাতত বেশ মনে ধরেছেন দর্শকদের।
প্রসঙ্গত, গত ১১ অগস্ট মুক্তি দেব-রুক্মিণীর এই ব্যোমকেশ। দেব ব্যোমকেশ! এ ঘোষণা হতেই কম কটাক্ষ সহ্য করতে হয়নি অভিনেতাকে। তাঁর বাংলা উচ্চারণ, তাঁর অভিনয় নিয়েও উঠেছিল প্রশন। তবে গত দু’দিনের হিসেব বলছে, ছবিটি ব্যাপক ভাবে ব্যবসা করছে এই বাংলায়। খুব শীঘ্রই যে ছবিটি কোটির অঙ্ক পার করবে, তা হলফ করে বলা যেতেই পারে।