Jeet: মেয়ের ৯ বছরের জন্মদিন কীভাবে পালন করলেন অভিনেতা জিৎ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 14, 2021 | 3:37 PM

২০১১ সালের ২৪ জানুয়ারি স্কুলশিক্ষক মোহনা রতলানীর সঙ্গে বিয়ে হয় তাঁর। ভালবাসার বিয়ে নয়। বাড়ি থেকে দেখাশোনা করেই। ২০১২ সালের ১২ ডিসেম্বর জন্ম হয় মেয়ের। বর্তমানে সুখের সংসার তাঁদের।

Jeet: মেয়ের ৯ বছরের জন্মদিন কীভাবে পালন করলেন অভিনেতা জিৎ?
নয় বছর পূর্ণ করল জিতের মেয়ে, রেড ভেলভেট আর বেলুনে সেজে উঠল

Follow Us

 

দেখতে দেখতে নয় বছর পূর্ণ করল অভিনেতা জিতের একমাত্র মেয়ে নবন্যা। বাবা-মা বন্ধুবান্ধব নিয়ে চলল একটানা সেলিব্রেশন। ঘর সেজেছিল হরেক রঙের বেলুনে। আনা হয়েছিল রেড ভেলভেট কেকও। সেই সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়ক।

লিখেছেন, “নবন্যার ৯ তম জন্মদিন পালনের কিছু মুহূর্ত। আপনাদের সবার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ।

২০১১ সালের ২৪ জানুয়ারি স্কুলশিক্ষক মোহনা রতলানীর সঙ্গে বিয়ে হয় তাঁর। ভালবাসার বিয়ে নয়। বাড়ি থেকে দেখাশোনা করেই। ২০১২ সালের ১২ ডিসেম্বর জন্ম হয় মেয়ের। বর্তমানে সুখের সংসার তাঁদের। সংসারের পাশাপাশি কাজও চলছে চুটিয়ে। পুজোয় মুক্তি পেয়েছে তাঁর ছবি বাজি। হাতেও রয়েছে একগুচ্ছ ছবি। চলছে জিতের প্রথম ও সুপারহিট ছবি সাথীর সিকুয়ালের কথাও। এ নিয়ে দিন কয়েক আগে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন জিতের প্রথম নায়িক প্রিয়াঙ্কা উপেন্দ্র।

তিনি বলেছিলেন, “সত্যি কথা বলতে, সাথীর সিকুয়াল নিয়ে আমার আর জিতের কথা হয়েছে। আলোচনাও হয়েছে। কিন্তু এখনও ফাইনাল হয়নি কিছুই। সাথী আবারও পর্দায় আনা একটা বড় দায়িত্ব। বাকিটা তো সময়ই বলবে।”

Next Article