বন্দে ভারত এক্সপ্রেস চড়ে উত্তরবঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল ছেলে। উদ্দেশ্য শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট শোনা। কিন্তু বন্দেভারতে উঠে সুখকর অভিজ্ঞতা হয়নি তাঁর। বরং সিট শক্ত হওয়ার অভিযোগ করেছিলেন এক সংবাদমাধ্যমে। এরপর নেটপাড়ায় রীতিমতো তুলোধনা করা হয় জয়জিৎকে। কেউ দাগিয়ে দেন তিনি তৃনমূল সমর্থক। আবার কেউ বা পরিবার টেনে এনে তাঁকে কটাক্ষ করতে শুরু করেন। প্রথম চুপ থাকলেও এবার সামাজিক মাধ্যমে বিস্ফোরক জয়জিৎ। তুলে ধরেছেন এক পোস্ট। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে টেনে এনে অভিনেতা লেখেন, “দাদা দিদির ভক্তদের এই এক সমস্যা। তাঁদের আমলে জনগণের অর্থে তৈরী করা সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাদের জ্বলে। নিজের গাঁটের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় তৈরী করা ট্রেনে উঠে শক্ত সিটে শরীর ব্যাথা করলে বা ট্রেনের খাবারে গন্ধ পেলে (যা ট্রেনের কর্মচারীরা মেনে ক্ষমাও চান ও সমস্যা মিটেও যায় ) তাঁদের হেব্বি চুলকোয়। এখানেই না থেমে জয়জিৎ আরও লেখেন, “তা চুলকোক। তারা পদলেহন করুক। আমার তাতে কিস্সু যায় আসেনা। আমি গরুর দুধে সোনা খুঁজিনা আর চাকরি বেচে পয়সা রোজগার করিনা | আমার মতামত আমি দেবো তাতে আমার দাড়িও বাড়বে না, হাওয়াই চটির রং ও বদলাবে না। যত্তসব। বন্দে মাতারাম।”
এভাবে সোজাসুজি ট্রোলের উত্তর দেওয়ায় নেটিজেনরা দুইভাগে বিভক্ত। তাঁর স্পষ্টবক্তব্যকে কেউ জানিয়েছেন কুর্নিশ, আবার কেউ বা পাল্টা তুলোধনা করতেও ছাড়েননি তাঁকে। আপাতত ছেলেকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। সেখানেই ছেলের সঙ্গে পাহাড়ের কোলে দিনযাপন করছেন তিনি। সেই ছবিও একের পর এক ভাগ করে নিচ্ছেন অভিনেতা। উল্লেখ্য, অরিজিতের এই উত্তরবঙ্গ সফরে গায়ক নিজেও হাজির হয়েছিলেন ট্রেনে চেপেই। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল। এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা গায়কের এই কাজে নেটিজেনরা করেছিলেন কুর্নিশ। অনেকেই আবার জয়জিৎকে সুপারিশ করেন, অরিজিতের থেকে ‘শিক্ষা’ নিতে। জয়জিৎ যদিও তাঁর বক্তব্যে অনড়। অভিযোগ উঠলে তিনি মুখ খুলবেনই– এমনটাই জানিয়েছেন অভিনেতা।